২০ বছর পেরিয়ে ন্যান্‌সি

নিউজ ডেস্ক :: ২০০৪ সালে পেশাগতভাবে গানের জগতে পথচলা শুরু নাজমুন মুনিরা ন্যান্‌সি’র। এরপর একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে গেছেন। বিশেষ করে প্লেব্যাকে একক ও দ্বৈত কণ্ঠে তার গাওয়া গানগুলো তুমুল জনপ্রিয়তা লাভ করে। ক্যারিয়ার শুরুর পর থেকেই প্লেব্যাকের সবচাইতে নির্ভরযোগ্য কণ্ঠে পরিণত হন তিনি।

এরইমধ্যে আরও অনেক শ্রোতাপ্রিয়তা পেলেও এক বাক্যে সমালোচক, সহকর্মী থেকে শুরু করে অনেক শ্রোতা একবাক্যে স্বীকার করেন, ন্যান্‌সির মতো সুকণ্ঠি শিল্পীর আবির্ভাব এখন পর্যন্ত হয়নি। এদিকে ২০ বছরে অনেক হিট-সুপারহিট গান উপহার দেয়ার পর কাজ খানিক কমিয়ে দিয়েছেন তিনি।

বিশেষ করে চলচ্চিত্রে আগের মতো করে পাওয়া যায় না তাকে। যদিও সিনেমার গানের সিন্ডিকেট রক্ষা করে কখনই চলেননি তিনি। বরঞ্চ, স্পষ্টভাষী হিসেবে তার সুনাম রয়েছে। এদিকে এ গায়িকা গত সরকারের আমলে অধিকার বঞ্চিত হয়েছেন বারবার। অন্য একটি রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় বিটিভি, বেতার কিংবা শিল্পকলা একাডেমি থেকে ডাক পড়েনি এ গায়িকার। যদিও এ নিয়ে কখনো ক্ষোভ ঝাড়তে দেখা যায়নি তাকে। নিজের মতো করে কাজ করে গেছেন।

অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতিতে ন্যান্‌সি ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সম্প্রতি। স্বাধীন ও নিরপেক্ষভাবে তিনি নিজের এ দায়িত্বটা পালন করতে চান বলে জানিয়েছেন তিনি। ন্যান্‌সি বলেন, ২০ বছর পার করছি গানে। একেবারে কম সময় নয়। মানুষের জীবন যেমন ঘটনাবহুল থাকে।

আমারটাও তাই। তবে কখনো জীবনে আপস করতে শিখিনি। এ গায়িকা বলেন, দীর্ঘ গানের ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখি শ্রোতাদের ভালোবাসাকে। এরচেয়ে বেশি আসলে আর কিছু দরকার নেই। তবে যেহেতু আমি এখন একটি দায়িত্ব পেয়েছি চলচ্চিত্রের জুরি বোর্ডের সদস্য হিসেবে। সেখান থেকে চাইবো স্বাধীনভাবে কাজ করতে, সঠিকভাবে কাজ করতে। আর যতদিন পর্যন্ত শ্রোতারা চাইবেন ততদিন পর্যন্ত হয়তো গানটা করে যাবো।






সম্পর্কিত সংবাদ

  • আবারও বিয়ে করলেন সানি লিওন!
  • ফের ৫ কোটি টাকা দাবি করে সালমানকে হত্যার হুমকি
  • দীঘির ‘বিয়ে’তে রইল না কোনো বাধা
  • সাফ জয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন ফারুকী-মেহজাবীন
  • অভিনেতা মাসুদ আলী খান আর নেই
  • আলফায় স্ক্রিন শেয়ারে আলিয়া, অ্যাকশনে ধরা দেবেন হৃতিক
  • বাবা সেলিম খানের নিরাপত্তায় যা করলেন সালমান
  • গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু….