অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ ,হাসপাতালে নেওয়া হয়েছে

নিউজ ডেস্ক ;: নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। রিভলবার লক না থাকায় গুলি ছিটকে লাগে নিজের হাঁটুতে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৫টার দিকে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাতসতালে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে। সেটাও আবার নিজের রিভলভার থেকে। এরপরই তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের খবর, সেই সময় অভিনেতা তথা শিবসেনা নেতা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই নিজের বন্দুক পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দ। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

ইতোমধ্যে পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • জাভেদ জানালেন : সালমান-আমির ও শাহরুখের মধ্যে কে সেরা!
  • মা চান প্রথম স্বামীর সঙ্গেই থাকি: সানাই
  • অমিতাভের ওপর যে কারণে বিরক্ত হয়েছিলেন দোকানি
  • ‘বিশ্বাস করতে চাই আলো আসবেই’
  • বুবলীর নতুন সিনেমা ‘নীল টিপ’, নায়ক ছোটপর্দার
  • নবান্নে গিয়ে মমতাকে কী বলে এলেন ঋতাভরি
  • আত্মহত্যা করেছেন মালাইকার বাবা