সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ :: ”মর্যাদাপূর্ন বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এ আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ০১ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলাপ্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন। তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান।জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাশ।

আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ।সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমাল বিশ্বাস।প্রবীণ হৈতৈষী সংঘের সহসভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন।সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফ উদ্দীন। সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী সিদ্দিকী।এন জেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনজুর হোসেন। নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মুহাম্মদ বজলুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক মোস্তাক আহমেদ বলেন”প্রকৃতির নিয়মে সকলকে একসময় প্রবীন হতে হবে। উন্নত দেশে সবার আগে প্রবীন ও শিশুদেরকে প্রায়োরিটি দেয়। আমাদের দেশকে সামনের দিকে নিয়ে যেতে হলে অবশ্যই প্রবীনদের গুরুত্ব দিতে হবে। তবে আমাদেরকেও মনে রাখতে হবে টক ফলের গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা অসম্ভব। আমাদের সন্তানদেরকে যদি আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারি এবং তাদেরকেও একদিন বার্ধক্যে উপনীত হতে হবে এটা বোঝাতে সক্ষম হয় তাহলে আমাদের মর্যাদা আমরা নিজেরাই রক্ষা করতে পারব”। উক্ত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সমাজসেবার প্রবেশন অফসার সুমনা শারমীন।






সম্পর্কিত সংবাদ

  • নলতা হাই স্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি’র কমিটি গঠন
  • শ্রীরামপুর যুববিভাগের আয়োজনে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।
  • ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
  • পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যে সাতক্ষীরা সরকারি কলেজ ঘুরে গেলেন ৫ রোভার স্কাউট
  • অসুস্থ আব্দুস সেলিমকে দেখতে বাড়িতে গেলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ 
  • সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
  • চলমান শীত মৌসুমে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দুর্গত মানুষের মাঝে কম্বল বিতরণ
  • সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান