৯ বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রীড়া প্রতিবেদক

নিউজ ডেস্ক :: সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে টেস্ট, টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজ ড্র করলে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। সিরিজটি আবার দুই পেসার মুস্তাফিজুর রহমান ও কাগিসো রাবাদার জন্য বিশেষ কিছু।

ওই সিরিজেই অভিষেক হয়েছিল দুজনের। এরপর দুই দেশ বহুবার টেস্ট, ওয়ানডে ও টি-২০ খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগাররা ওয়ানডেও জিতেছে। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। রাজনৈতিক পট পরিবর্তনে সিরিজটা হুমকির মুখে পড়েছিল। শেষ পর্যন্ত ৯ বছর পর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৬ অক্টোবর ঢাকায় পা রাখছে প্রোটিয়ারা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী ২১-২৫ অক্টোবর প্রথম টেস্ট মিরপুরে এবং দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ২৯ অক্টোবর-২ নভেম্বর। সিরিজে কোনো প্রস্তুতি ম্যাচ নেই। সিরিজে নিরাপত্তা দেখতে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার চার সদস্যের নিরাপত্তা দল এসেছিল। ২০১৫ সালে টি-২০ সিরিজ হেরেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। টেস্ট সিরিজ ড্র হয়। দুটি ম্যাচই ড্র হয়েছিল মূলত বৃষ্টির কারণে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ১৪ টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশের ড্র সাকুল্যে ২টি। বাকি সব টেস্টেই হার। এবার ঘরের মাঠ। কী হয়, সেটাই দেখার বিষয়। দেখার বিষয় সাকিব মাঠ থেকে বিদায় নিতে পারে কি না? সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই বিদায় জানাতে চেয়েছিলেন টেস্ট ক্রিকেটকে।






সম্পর্কিত সংবাদ

  • নিগারদের ‘ইংলিশ পরীক্ষা’ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ
  • কসাইয়ের মতো খেলল ভারত,রোহিতদের ব্যাটিংয়ে হাহাকার
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে টফির নতুন ক্যাম্পেইন
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে টফির নতুন ক্যাম্পেইন
  • ২৬ সেপ্টেম্বর’ মিলিয়ে দিল সাকিব-তামিমকে
  • অবসরের ঘোষণা দিলেন সাকিব
  • আজ সভায় বসছে বিসিবি