আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩০ বছর পদার্পণে ঝাউডাঙ্গায় দোয়া ও মোনাজাত

স্টাফ রিপোর্টার, ঝাউডাঙ্গা :: শরিয়াহ্ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি সাফল্যের ২৯ বছর অতিক্রম করে ৩০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা উপশাখায় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়।

অত্র ব্যাংকের এভিপি ও শাখা ব‍্যবস্থাপক জনাব এ, কে, এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা মাদরাসার সাবেক অধ্যাক্ষ ও ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার‌ম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল বারী সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাক্ষ খলিলুর রহমান, অধ্যক্ষ মাওঃ মোতাসিম বিল্লাহ, অবঃ শিক্ষক গোলাম রব্বানী।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-শাখা ব্যবস্থাপক মোঃ হেদায়েত উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষ, আবুল হোসেন, আতাউর রহমান, গোরাম রসুল, তৌহিদুল ইসলাম প্রমুখ।

প্রিন্সিপাল অফিসার মোঃ আশরাফুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবীন আলেম আলহাজ্ব মাওঃ আব্দুল বারী সাহেব। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওঃ আব্দুল বারী সাহেব বলেন, দেশের কৃষি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প, অবকাঠামো থেকে শুরু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধিতে গর্বিত অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম মতিউর রহমান বলেন, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রাহকদের আন্তরিকভাবে সেবা প্রদান করে আসছে। ব্যাংকের প্রতি গ্রাহকদের পূর্ণ আস্থা ও বিশ্বাসের কারণে ব্যাংকটি দেশের একটি অন্যতম সেরা ইসলামী ব্যাংকে উপনীত হতে পেরেছে। ব্যাংকের এই সাফল্যের ধারা যাতে সবসময় অব্যাহত থাকে সেজন্য সবাইকে তিনি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশজুড়ে ব্যাংকের ২২৫টি শাখা, ৭২টি উপশাখা, ৭৪৫টি এজেন্ট আউটলেট, ২২৫টি এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। ব্যাংকের আমানতের মোট পরিমাণ ৫১ হাজার ৫৩০ কোটি টাকা (জুন’২৪) এবং বিনিয়োগের পরিমাণ ৪৬ হাজার ৫৬১ কোটি টাকা। ব্যাংকের মোট গ্রাহক সংখ্যা ৩৬ লক্ষ যার মধ্যে ২ লক্ষ ৫ হাজারের অধিক বিনিয়োগ গ্রাহক রয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • নলতা হাই স্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি’র কমিটি গঠন
  • শ্রীরামপুর যুববিভাগের আয়োজনে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।
  • ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
  • পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যে সাতক্ষীরা সরকারি কলেজ ঘুরে গেলেন ৫ রোভার স্কাউট
  • অসুস্থ আব্দুস সেলিমকে দেখতে বাড়িতে গেলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ 
  • সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
  • চলমান শীত মৌসুমে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দুর্গত মানুষের মাঝে কম্বল বিতরণ
  • সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান