কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নতুন কার্যনির্বাহী কমিটির শপথ

কামরুল হাসান।। কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নতুন কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ইন্সটিটিউটের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতি সভাপতিত্ব করেন ও নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ করান ইন্সটিটিউটের সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।
দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচালক খান মিজানুল ইসলাম সেলিম, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, বিএনপি নেতা আফজাল হোসেন, শেখ আমানুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, কলারোয়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও কলারোয়া বাজার কমিটির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, পাবলিক ইন্সটিটিউটের নতুন কমিটির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক আখলাকুর রহমান সেলিমসহ শপথ নেয়া কর্মকর্তারা ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শপথ নেয়া কর্মকর্তারা হলেন- সভাপতি পদে এড. মিজানুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক পদে আখলাকুর রহমান শেলী, দুইজন পুরুষ সহ-সভাপতি পদে সিনিয়র প্রভাষক শাহাদৎ হোসেন ও খান মো. মহিতুল ইসলাম শাকিক, মহিলা সহ.সভাপতি ঝরনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কাকন, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান, পাঠাগার সম্পাদক শাহাদাৎ হোসেন শ্যামল, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, সংস্কৃতি সম্পাদক জিএম সালাউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভিন সুমি, কার্যনির্বাহী সদস্য পদে শেখ তামিম আজাদ মেরিন, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সহকারী অধ্যাপক আবু আহসান লিপু, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শেখ সালাউদ্দিন চঞ্চল, জিএম নাজমুল ইসলাম, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ ও শামসুল আলম বুলবুল।
আগামি তিন বছরের জন্য এই কমিটি কলারোয়া পাবলিক ইন্সটিটিউট পরিচালনা করবেন বলে জানানো হয়।
উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করায় সভায় সর্বসম্মতিকরমে এ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টুকে সভাপতি ও আখলাকুর রহমান শেলীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
ওই সভায় সভাপতিত্ব করেন পাবলিক ইনস্টিটিউটের প্রধান





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরার উন্নয়নে জেলা সমিতির ৫ দাবি
  • আশাশুনিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন
  • আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক
  • ব্যাংক কর্মকর্তা আব্দুর রশিদের জানাযা দাফন সম্পন্ন
  • ছাত্র জনতা আওয়ামী জাহেলিয়াতকে এ দেশ থেকে বিতাড়িত করেছে  : শামীম সাঈদী 
  • বড়দলে আচারী গোষ্ঠীকে নিয়ে  ষড়যন্ত্রের অভিযোগ 
  • সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত