খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে অপসারনের দাবীতে মানববন্ধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে অপসারনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় খাজরা ইউনিয়ন পরিষদের সামনে মেইন সড়কে মাদ্রাসার অভিভাবক সদস্য, অভিভাবক ও সচেতন এলাকাবাসির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম মোড়লের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য মুস্তাফিজুর রহমান সানা, ইউপি সদস্য রবিউল ইসলাম ও ইয়াকুব আলী, দাতা মইনুল ইসলাম মোড়ল, অভিভাবক ছাইফল ইসলাম, আমিরুল ইসলাম গাজী, বাবুল গাজী প্রমূখ। বক্তাগণ বলেন, মাদ্রাসায় অবৈধভাবে দীর্ঘদিন ভারপ্রাপ্ত সুপার হিসেবে পদ আকড়ে রেখেছেন আইসিটি শিক্ষক মু. আবু রায়হান। তিনি  মাদ্রাসা প্রতিষ্ঠাতা আব্দুল হাকিমের পুত্র। সুপার আব্দুল হাকিমের অবসরের পর তার পুত্র জ্যেষ্ঠতার দিক দিয়ে ৬ নং তালিকাভূক্ত আইসিটি শিক্ষক আবু রাহানকে সিনিয়রদের বাদ দিয়ে ২০১৯ সালে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব অর্পন করেন। সেই থেকে অবৈধভাবে তিনি পদটি আকড়ে রেখেছেন। বর্তমানে মাদ্রাসায় শিক্ষকের সংখ্যা ১৩ জন, ছাত্র-ছাত্রী খাতা কলমে প্রায় সাড়ে ৩ শ। ওই অবৈধ ভারপ্রাপ্ত সুপারের অধীনে গত ৫ জুলাই গোয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মনিরুল ইসলামকে সহকারি সুপার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি গত ১ আগষ্ট মাদ্রাসায় যোগদান করেছেন।

মাদ্রাসায় দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার লক্ষ্যে অদ্যবদি যোগদানকৃত সহকারি সুপার বা সিনিয়র শিক্ষকদের হাতে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব অর্পন করছেন না আইসিটি শিক্ষক আবু রায়হান। তিনি পিতার স্টাইলে ক্ষমতা সরকারি বিধি বহির্ভূতবাবে আকড়ে রেখেছেন। বক্তাগন এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন নিবেদন করেও অদ্যবদি কাজের কাজ কিছুই হচ্ছেনা। অনতিবিলম্বে সরকারি বিধি মোতাবেক সহকারি সুপার হিসেবে দূর্নীতিবাজ আবু রায়হানকে অপসারন করে অন্য কাউকে দায়িত্ব প্রদানের দাবী জানিয়ে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক
  • বড়দলে আচারী গোষ্ঠীকে নিয়ে  ষড়যন্ত্রের অভিযোগ 
  • সাতক্ষীরার আশাশুনিতে উদারতা শিক্ষাবৃ‌ত্তি প্রদান।
  • কাদাকাটিতে পানিবন্ধি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • বুধহাটায় জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ
  • আশাশুনিতে বৃক্ষরোপণ  কর্মসূচি উদ্বোধন
  • শ্রীউলায় পানি নিস্কাশন পথ বন্ধ  করায় জলাবদ্ধতার সৃষ্টি
  • আশাশুনিতে জাতীয় কন্যা  শিশু দিবস পালন