অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিকারের দাবী গাজী ব্রীক্স এর ম্যানেজারের
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেরার শোভনালী ব্রীজের উত্তর মুখে অবস্থিত গাজী ব্রীক্স নিয়ে নানা ষড়যন্ত্র, সম্ভ্রম হানির অপচেষ্টা ও ক্ষয়ক্ষতির চেষ্টার হাত থেকে রক্ষা পেতে ইট ভাটার ম্যানেজার মোঃ রাজীববাদশা সাংবাদিক সম্মেলন করেছেন।
সোমবার বিকালে ভাটার অফিস কক্ষে সম্মেলন করা হয়। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাজীব বাদশা জানান, তৎকালীন গাজী ব্রিক্সের মালিক বাটকেখালী গ্রামের মৃত নাছের গাজীর ছেলে আঃ মান্নান ২০১৪ সালের ১ নভেম্বর কামালনগর গ্রামের মৃত আঃ রবের ছেলে রাশেদ আহমেদ খোকার কাছে ভাটার ব্যবসায়িক পার্টনারশীপ হস্তান্তর করেন। যা সাতক্ষীরার বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয়ে ৩/১২/১৪ তাং ১১৪ নং স্রিয়ালে ২৪টি শর্তে এ্যাভিডেভিট করে উভয় পক্ষ পার্টনারশীপ ব্যবসা শুরু করেন।
ভাটার মূল্য ৯০ লক্ষ টাকা নার্ধারন করে রাশেদ আহমেদ খোকার কাছ থেকে ৪৫ লক্ষ টাকা গ্রহনের চুক্তিপত্র সম্পাদন করা হয়। পরবর্তীতে স্থাপনা বাবদ ৪৬ লক্ষ টাকার সমমূল্যের ইট গ্রহন করে মূলধন প্রাপ্তির পর ১০/০৬/২০১৫ তাং ৫৫ নং স্রিয়ালের এ্যাফিডেভিট সম্পাদন করে ভাটার সম্পূর্ণ মালিকানা রাশেদ আহমেদ খোকার কাছে হস্তান্তর করেন আঃ মান্নান। এরপর থেকে খোকা সাহেব ভাটার ক্লিনিক, অফিসঘর, গোডাউন, নতুন মেশিনসহ সকল কার্যক্রম নিজ অর্থে করে সুন্দর পরিবেশে ভাটা পরিচালনা করতে থাকেন। ২০১৬ সালে যখন ভাটার ইট পোড়ানোর মৌসুম পুরোপুরি ভাবে চলছিল তখন ১৭ অক্টোবর উপজেলা আওয়ামীগ সভাপতি, স্থানীয় আওয়ামীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান তাদের সহযোগিদের নিয়ে ভাটা জবর দখল করে নেন। আমরা ভাটার বৈধ মালিক হওয়া স্বত্ত্বেও তৎকালীন পরিবেশে ভাটা রক্ষায় সমর্থবান ছিলাম না। সম্প্রতি আমরা ভাটার দখল বুঝে নেওয়ার পর নানা স্থানে একাধিক ভাটা তৈরী করে লোকদের টাকা মেরে খাওয়া প্রতারক আঃ মান্নান আমাদের নামে বিজ্ঞ এডিএম কোর্টে পি ১৬৬২/২৪ নং মামলা রুজু করেন।
বিজ্ঞ আদালতে আমাদের পক্ষে আদেশ প্রদান করলে তারা পুনরায় ডিস্ট্রিক দায়রা জজ আদালতে ৩৭৫/২৪ নং মামলা রুজু করেন। বিজ্ঞ আদালত কাগজপত্র পর্যারোচনা করে আগামী ৯/১০/২৪ তারিখ পুর্ণাঙ্গ শুনানী পর্যন্ত যে যে অবস্থায় আছে সে সে অবস্থায় থাকবে বলে আদেশ দিয়েছেন।
এদিকে আঃ মান্নানের ছেলে মিজানুর রহমান নিজেদের পরাজয় বুঝতে পেরে অবৈধ দখল ফিরে পাওয়ার অলীক স্বপ্নে বিভোর হয়ে নানা ভাবে রাশেদ আহমেদ খোকার বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র করে চলেছেন। এরই অংশ হিসাবে সংবাদ সম্মেলন আহবান করে এলাকায় সুপরিচিত ও সম্মনিত রাশেদ আহমেদকে অসম্মানিত করে সম্ভ্রম হানিকর মিথ্যা তথ্য সরবরাহ করে চেষ্টা করেছেন। তিনি এঘটনার নিন্দা জ্ঞাপন করে আইন আদালতের সহযোগিতা কামনা করেন।
সম্পর্কিত সংবাদ
বুধহাটায় ইসলামী আন্দোলনের সদস্য তারবিয়াত অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা দঃপাড়া বাইতুন নুর জামে মসজিদে ইসলামীবিস্তারিত…
আশাশুনিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ পালনবিস্তারিত…