বৈষম্যের শিকার ১০ম গ্রেডের কর্মকর্তারা আন্দোলনে নামছে
নিউজ ডেস্ক :: দীর্ঘদিন ধরে পদোন্নতি বৈষম্য চলছে বাংলাদেশ কৃষি ব্যাংকে। ব্যাংকটিতে ৯ম গ্রেড থেকে ওপরে থাকা কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি হলেও বৈষম্যের শিকার হচ্ছেন দশম গ্রেডের কর্মকর্তারা।
অথচ কৃষি ব্যাংকের মোট জনবলের অর্ধেকের বেশি দশম গ্রেডের কর্মকর্তা। অন্য গ্রেডের কর্মকর্তাদের বিধান অনুযায়ি ৩ বছর পরপর পদোন্নতি হলেও দশম গ্রেডের কর্মকর্তাদের পদোন্নতির জন্য অপেক্ষা করতে হয় ৭ থেকে ৮ বছর।
অনেক ক্ষেত্রে এই সময়ের মধ্যেও অনেকের পদোন্নতি মেলে না। দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকায় অসন্তোষ জন্ম নিয়েছে কর্মকর্তাদের মধ্যে। বারবার দাবি জানিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় পদোন্নতি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে দশম গ্রেডের কর্মকর্তার। বাংলাদেশ কৃষি ব্যাংকের বৈষম্যবিরোধী কর্মকর্তাদের (১০ গ্রেড) সূত্রে এ তথ্য জানা গেছে।
কৃষি ব্যাংক সূত্রে জানা যায়, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ৩ বছরের মাথায় মুখ্য কর্মকর্তা হচ্ছেন। একইভাবে মুখ্য কর্মকর্তা থেকে ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা থেকে সহকারী মহা-ব্যবস্থাপক প্রতি ধাপেই ৩ বছরে পদোন্নতি পাচ্ছেন।
অথচ ২০০৮ সালের প্রবিধানমালায় ১০ গ্রেডের কর্মকর্তাদের জন্য একই কথা লেখা থাকলেও ভয়াবহ বৈষম্যের শিকার হচ্ছেন তারা। ৩ বছর তো দূরের কথা দশম গ্রেডের কর্মকর্তারা ৭-৮ বছরেও পদোন্নতি পাচ্ছে না।
পদোন্নতিতে অনিয়মের অভিযোগ করে কর্মকর্তারা বলেন, ব্যাংকটির অসাধু সেচ্ছাচারী নিয়ম নিয়ে কোনো কর্মকর্তা কথা বলতে গেলেই কর্তৃপক্ষ বিভিন্ন প্রকার শাস্তির ভয় দেখায় এবং রিমোট অঞ্চলে পোস্টিং দিয়ে দেয়। কর্তৃপক্ষের এরকম স্বৈরাচারী আচরণ গত ২৭ আগস্টের তারিখের সার্কুলার জারিতেই প্রতীয়মান।
তারা জানান, গত ২৭ আগস্ট প্রধান কার্যালয়ে সকল কর্মকর্তাদের কর্মসূচি ছিল। দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে কর্মসূচি প্রত্যাহার করে সকল কর্মকর্তারা তাদের একদিনের বেতন সরকারের ত্রাণ তহবিলে দান করেছেন।
এরপরও কর্মসূচির কথা জানতে পেরে ফ্যাসিস্ট কর্তৃপক্ষ বিধি বহির্ভূত একটি সার্কুলার জারি করে, সেখানে বলা হয় সরকারি বন্ধের দিনেও কেউ কর্মস্থল ত্যাগ করে বাড়ি যেতে পারবে না।
সূত্র:কালবেলা নিউজ
সম্পর্কিত সংবাদ
বিকাশ অ্যাপে নতুন সব ফিচারে আরও সমৃদ্ধ গ্রাহক অভিজ্ঞতা
নিউজ ডেস্ক :: প্রায় সব বয়সী মানুষের প্রায় প্রতিটি মুহূর্তই এখন অ্যাপ নির্ভর। আর অ্যাপবিস্তারিত…
বীমা মানুষকে সঞ্চয়মুখী করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে
ডেস্ক রিপোর্ট :: বীমা মানুষকে সঞ্চয়মুখী করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। বীমার মাধ্যমে সঞ্চিতবিস্তারিত…