কপিলমুনি প্রেসক্লাবের কমিটিতে আহ্বায়ক শফিউল সদস্য সচিব বজলু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটিতে এইচএম শফিউল ইসলাম (দৈনিক ইত্তেফাক) ও আমিনুল ইসলাম বজলু (দৈনিক দিনকাল) কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্লাবের আহ্বায়ক কমিটি গঠনে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। এর আগে ৬ সেপ্টেম্বর (শুক্রবার) ক্লাবের সভাপতিসহ অন্তত ৫জন সদস্য পদত্যাগ করলে কার্যকারী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি। এমন পরিস্থিতিতে ৯ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় বিশেষ জরুরী সভা আহ্বান করা হয়। এর পরি প্রেক্ষিতে ক্লাবের খন্ডকালীণ সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

]
এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক এইচ এম শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বজলু, এস এম লোকমান হেকিম, এ কে আজাদ, এস এম আব্দুর রহমানসহ অন্যান্যরা। এছাড়া সভায় স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন।

জানাগেছে, দীর্ঘ দিন যাবৎ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ বিক্ষিপ্ত ভাবে কর্মরত সাংবাদিকরা কপিলমুনি প্রেসক্লাবে সম্পৃক্ত হতে দাবী জানিয়ে আসছিল। তবে সংগঠনের এক শ্রেণীর স্বার্থান্বেষী সাংবাদিক সংগঠনকে কুক্ষিগত করতে তাদের দাবি অগ্রাহ্য করে আসছিল।

যদিও অনিয়মতান্ত্রিক উপায়ে সম্প্রতি প্রেসক্লাব কর্তৃপক্ষ তাদের পছন্দ ও মতাদর্শী কিছু সংবাদকর্মীকে সংগঠনের সাথে সমন্বয় করে। এতে কর্মরত সাংাদিকরা তাদের দাবী আদায়ে আন্দোলনসহ আদালতমুখী হওয়ারও উদ্যোগ নেয়।
সর্বশেষ ৬ সেপ্টেম্বর সভাপতিসহ সাবেক কার্যকরী পরিষদের অন্তত ৫ জন সদস্য পদত্যাগ করলে আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

এদিকে এপ্রসঙ্গে সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক এইচ এম শফিউল ইসলাম ও সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এপ্রতিবেদককে বলেন, স্থানীয় প্রকৃত সাংবাদিকদের সমন্বয়ে সদস্য সম্প্রসারণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে এডহক কমিটি গঠিত হয়েছে। নির্দিষ্ট সময়ে তারা সকল বৈষম্য দূর করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এসময় তারা সকল বৈষম্য দূর করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এসময় তারা স্থানীয় সাংবাদিকদের তাদের প্রতি আস্থা রাখতে অনুরোধ জানান।






সম্পর্কিত সংবাদ

  • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া মাহফিল
  • কয়রায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের  মাঝে হাঁস-মুরগীর খাদ্য বিতরণ
  • কেশবপুরে শেকড়ের সন্ধানের সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  • কয়রায় সদর ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ
  • সৈয়দপুরে তারুণ্যের উৎসবের সমাপনী  বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • সৈয়দপুরে ছয় শতাধিক শীতার্তকে  শীতবস্ত্র উপহার দিল কর্ণফুলী ইন্সুরেন্স
  • কয়রায়  পুলিশের বিশেষ অভিযানে  ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 
  • রংপুরে বিএনসিসি’র এক্স ক্যাডেটস্ মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত