ঝাউডাঙ্গায় জামায়াতে ইসলামী (যুব বিভাগ) এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ) ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াত অফিস অডিটরিয়ামে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ) সভাপতি মাওলানা নূরুল বাশারের সভাপতিত্বে ও যুব বিভাগ সেক্রেটারি মোঃ আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা ইউনিট সদস্য ও ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী। সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন হাফেজ মাওঃ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ) সাতক্ষীরা সদর উপজেলার সেক্রেটারী প্রভাষক আশরাফৃুল আলম বুলু, ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসেন, বায়তুল মাল ও অফিস সম্পাদক মোঃ মুর্শিদ আলম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাঃ আবু হাসান, সাংবাদিক এস.এম আব্দুল্লাহ, মো: ফারুক হোসেন, হাফেজ আমির হোসেন, সাইদুল ইসলাম রাজু, ইমরান হোসেন সোহাগ, জুয়েল আহম্মেদ, আবু সাঈদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন- ‘আমরা পরাধীন ছিলাম। এবার দ্বিতীয়বারের মতো ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচারের আমলে আমরা নিজের ভোট দিতে পারি নাই, সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারে নাই, শাসক গোষ্ঠী টুঁটি চেপে ধরেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সৎ, দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।’
কর্মী সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশনা করেন, ঝাউডাঙ্গা তারুণ্য শির্পীগোষ্ঠীর শিল্পী হাফেজ মোঃ ইমরান হোসেন ও মোঃ ইমরান হোসেন। এছাড়াও অনুষ্ঠানে কর্মীদের মান উন্নয়ন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়।
সম্পর্কিত সংবাদ
কুখরাালি আহমাদিয়া দাখিল মাদ্রাসার দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক ;: সাতক্ষীরা কুখরালী আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সেখ সাহিদুল ইসলাম ও কামরুল হাসানেরবিস্তারিত…
সাতক্ষীরা উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিউজ ডেস্ক :: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলার ঢাকায় বসবাসরত সাতক্ষীরা বাসীদের নিয়েবিস্তারিত…