তানিয়া বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করি : আরশ খান

নিউজ ডেস্ক::

তানিয়া বৃষ্টি আমার কলিগ। কিছু দিন আগে দেখলাম আমাকে ভাই-ব্রাদার টাইম বলেছে, আমি বলবো বোনের মতো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। বললেন অভিনেতা আরশ খান।

অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে এই অভিনেতার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চাউর ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বলেন, একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল।

আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। এ ছাড়া দুজনের বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই।

এদিকে আরশ খানের মা ছেলের বিয়ের কথা ভাবছেন। মায়ের পছন্দেই বিয়ে করতে চান এই অভিনেতা। তিনি স্পষ্ট বলেছেন, মা যে মেয়েকে পছন্দ করবেন তাকেই বিয়ে করবেন

।দেশের বন্যা পরিস্থিতি অবনতি হলে আরশ বন্যার্তদের সাহায্য করতে নিজেই আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। সেসময় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। আবারও অভিনয়ে ফিরেছেন আরশ।

সূত্র:কালবেলা নিউজ






সম্পর্কিত সংবাদ

  • ফের বড় পর্দায় ইয়াশ
  • ভক্তদের দুঃসংবাদ দিলো কোল্ডপ্লে
  • ২০ বছর পেরিয়ে ন্যান্‌সি
  • ১৫ বছর কেন নিষিদ্ধ ছিলাম, প্রশ্ন ফেরদৌস আরার
  • অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ ,হাসপাতালে নেওয়া হয়েছে
  • জাভেদ জানালেন : সালমান-আমির ও শাহরুখের মধ্যে কে সেরা!
  • মা চান প্রথম স্বামীর সঙ্গেই থাকি: সানাই
  • অমিতাভের ওপর যে কারণে বিরক্ত হয়েছিলেন দোকানি