বন্যার্ত মানুষের পাশে আইএসডি’র শিক্ষার্থীরা

[ঢাকা, ০৫ সেপ্টেম্বর, ২০২৪]: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিয়ে দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। বন্যাদুর্গত এসব মানুষের পাশে দঁাড়িয়েছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। আইএসডি’র শিক্ষার্থী ও শিক্ষকরা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। তারা কুমিল্লা অঞ্চলের ২ হাজার বন্যাপীড়িত পরিবারের মাঝে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পেঁৗছে দেন। বানভাসি মানুষের সহায়তায় অনুদান নিয়ে এগিয়ে আসেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মীরাসহ পুরো আইএসডি পরিবার। স্বেচ্ছাসেবার ভিত্তিতে তারা ত্রাণ সংগ্রহ করেন, প্যাকেট করেন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পেঁৗছে দেন। গ্রেড ১২ এর শিক্ষার্থীরা এই পুরো কার্যক্রমটি দায়িত্ব নিয়ে দেখভাল করেন। এ বিষয়ে আইএসডি’র হেড অব সায়েন্স ও সিএএস (ক্রিয়েটিভিটি, অ্যাকশন, সার্ভিস) কো-অর্ডিনেটর চার্লস গুম্বা বলেন, “বন্যায় এখনও হাজারো মানুষ আটকে রয়েছেন। মানুষের অবর্ণনীয় দুর্ভোগের খবর পেয়ে আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে সমব্যথী হয়ে আমরা তাদের পাশে দঁাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দুর্গতদের পাশে দঁাড়ানোর দায়িত্ববোধ থেকে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মী ও অভিভাবকরা এই ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন।” -শেষ-






সম্পর্কিত সংবাদ

  • অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৫ 
  • পাইকগাছায় বিস্ফোরণ ও নাশকতা, গাড়ি ভাংচুর মামলায় ছয় আসামি রিমান্ড শেষে আদালতে প্রেরণ
  • কয়রায় জমি দখলে নিতে বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে আদালতে মামলা 
  • কয়রায় ১ শ বাঘ বিধবা নারীরা পেলো শীতবস্ত্র 
  • কয়রায় মাদ্রাসার ১৪ ছাত্রী হঠাৎ অসুস্থ, হাসপাতালে চলছে চিকিৎসা সেবা
  • খুলনায় সাবেক পুলিশ কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড
  • কয়রা ইউনিট বার আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নিতাই সভাপতি ও মাহবুুবুর সাধারণ সম্পাদক 
  • সড়ক দূর্ঘটনা এড়াতে সম্মিলিত সচেতনতার বিকল্প নেই….ইলিয়াস কাঞ্চন