বড় জয় অতি-ডানপন্থিদের জার্মানির পূর্বাঞ্চলের প্রাদেশিক নির্বাচনে
নিউজ ডেস্ক::আন্তর্জাতিক ডেস্ক ::জার্মানির পূর্বাঞ্চলীয় অঞ্চল থুরিঙ্গিয়ায় বড় জয় পেয়েছে দেশটির অতি-ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। দলটি ওই অঞ্চলে বেশ সাফল্য পেয়েছে। তাদের এই বিজয়ে স্থানীয় সরকারি জোট বেশ ধাক্কা খেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এএফডি প্রায় এক-তৃতীয়াংশ ভোটে জয় পেয়েছে। আরেক রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন (সিডিইউ) থেকে নয় পয়েন্ট ভোট বেশি পেয়ে এগিয়েছে তারা। এতে প্রাদেশিক নির্বাচনে জার্মানির শাসক দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির প্রাদেশিক নির্বাচনে অতি ডান-পন্থিদের এটিই প্রথম জয়। তবে তারা সরকার গঠন করতে পারবে কিনা এ নিয়ে এখনো সংশয় রয়েছে। কেননা, প্রাদেশিক সরকার গঠনে জোটগতভাবে পিছিয়ে রয়েছে দলটি।
রোববার পূর্বাঞ্চলীয় থুরিঙ্গিয়া এবং স্যাক্সনি রাজ্যে প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।স্যাক্সনি রাজ্যে এএফডি দ্বিতীয় অবস্থানে রয়েছে। সেখানে সিডিইউ ৩১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে সবার উপরে অবস্থান করছে। অন্যদিকে এই প্রদেশে সরকারি জোটের তিনটি দল- সোশ্যাল ডেমোক্রেটস, গ্রিনস এবং লিবারেল এফডিপি দ্বিতীয় অবস্থানে রয়েছে।
প্রাদেশিক নির্বাচনে অতি-ডানপন্থিদের জয়ে বেশ বিপাকে পড়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ। তিনি বলেছেন, নির্বাচনের এই ফলাফল আমাদের জন্য ‘তিক্ততা’ নিয়ে এসেছে। তিনি অতি-ডানপন্থি দলগুলোকে বাদ দিয়ে স্থানীয় দলগুলোকে জোট সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
এএফডি জার্মানিকে ক্ষতি করছে বলেও অভিযোগ জার্মান চ্যান্সেলরের। তিনি বলেছেন, দলটি জার্মানির অর্থনীতিকে দুর্বল করছে। তারা সমাজে বিভক্তি তৈরি করছে এবং আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
থুরিঙ্গিয়া প্রদেশের এএফডি’র দলীয় প্রার্থী ছিলেন বিয়ন হ্যাখা। যিনি জার্মানিতে একজন বিতর্কিত রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তবে এই নির্বাচনের মাধ্যমে তিনি ঐতিহাসিক জয় পেয়েছেন এবং নিজ দলের শক্তিমত্তার জানান দিয়েছেন। যদিও সরকার গঠনের সম্ভাবনা একদম নেই বললেই চলে।
সম্পর্কিত সংবাদ
ইউক্রেন, গাজা ও বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন রাজনাথ
নিউজ ডেস্ক::আন্তর্জাতিক ডেস্ক::ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনিবিস্তারিত…
২২২ বাংলাদেশি আটক মালয়েশিয়ায়
নিউজ ডেস্ক :: মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অভিযান চালিয়ে ২২২ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটিরবিস্তারিত…