ইউরোপীয়ান ইউনিয়নকে বাংলাদেশের মানবাধিকারের অগ্রগতিতে সহায়তা করা উচিত: হিউম্যান রাইটস ওয়াচ

নিউজ ডেস্ক:;আন্তর্জাতিক ডেস্ক ::বাংলাদেশের মানবাধিকারের অগ্রতিতে সহায়তা করা উচিত বলে মনে করছে আন্তর্জতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গণতান্ত্রিক উত্তরণ এবং মানবাধিকারের অগ্রগতির সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশি জনগণের গত কয়েক মাস বিপুল সাহস দেখিয়েছে।

তাদের অনেক চড়া মূল্য দিতে হয়েছে। ইউরোপীয়ান ইউনিয়নের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সমর্থনের জন্য দৃঢ় পদক্ষেপ নেয়া। কয়েক সপ্তাহের বিক্ষোভের পর শেখ হাসিনার সরকারের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। ফলত তিনি পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ দমন করতে যে মারাত্মক দমন-পীড়ন চালানো হয় তাতে শত শত নিহত এবং আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি একমাত্র ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূস হাসিনার পতনের পর অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন। তিনি ইতিমধ্যেই বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ড. ইউনূস ন্যায়বিচার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। কিন্তু তার এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বাংলাদেশের এখন আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজন।

হাসিনার তীব্র কর্তৃত্ববাদী শাসনেরও তীব্র সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতিতে বলেছে, হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে জানুয়ারিতে বিতর্কিত নির্বাচন করেছেন এবং সম্প্রতি তিনি বিক্ষোভ দমনে দমন-পীড়ন চালিয়েছেন। এছাড়া হাসিনার কর্তৃত্ববাদী শাসন ইউরোপীয়ান ইউনিয়নের বাণিজ্য চুক্তির যে শর্ত রয়েছে তা বারবার ভঙ্গ করেছে।

এক্ষেত্রে বাংলাদেশে যে উত্তরণের পথ তৈরি হয়েছে তাতে সমর্থন করতে ইইউ-কে ভিন্ন পথ অবলম্বনের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এজন্য প্রথম পদক্ষেপ হিসাবে সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনে তদন্ত করা ও দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের সম্মেলনে সমর্থন দেয়া উচিত এবং দেশের পরিস্থিতির উপর জাতিসংঘের পর্যবেক্ষণ ও প্রতিবেদন সুরক্ষিত করা উচিত।

এর বাইরে মানবাধিকার লঙ্ঘনে অভিযোগ থাকা র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বিলুপ্ত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করা। সেই সাথে বাংলাদেশ মানবাধিকার রক্ষায় যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলোলো নজরদারি করা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে তোলা ও সংস্কারের সমর্থন দেয়া উচিত।






সম্পর্কিত সংবাদ

  • গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য: জাতিসংঘ মহাসচিব
  • লাদাখে দিল্লির সমপরিমাণ জায়গা দখল করেছে চীন
  • মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন পারমাণবিক সাবমেরিন
  • কমলার বাক্যবাণে খেই হারালেন ট্রাম্প
  • শেখ হাসিনার পতন নিয়ে আবারও প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র
  • ২৫ ভাগ বেতন বাড়াবে বোয়িং
  • ইমরান খানের দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার
  • ভারতকে শাস্তি দিল যুক্তরাষ্ট্র রাশিয়াকে সহযোগিতা করায়