নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গেল রুশ গুপ্তচর তিমি

নিউজ ডেস্ক:;আন্তর্জাতিক ডেস্ক ::রাশিয়ার গোয়েন্দা সংস্থার একটি প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর তিমিকে মৃত অবস্থায় নরওয়ের সমুদ্র সীমায় পাওয়া গেছে। তিমিটির ডাক নাম ছিল হাবালদিমির। নরওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর রিসাভিকার সমুদ্র উপকূলে তিমিটির মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে প্রাণীটির দেহ পরীক্ষার জন্য নিকটতম একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, পাঁচ বছর আগে প্রথমবার এই তিমিটিকে গুপ্তচর হিসেবে শনাক্ত করা হয়। তখন তিমিটির শরীরে একটি গোপ্র ক্যামেরা পাওয়া যায় যেটি রাশিয়ার তৈরি বলে প্রমাণিত হয়। প্রাণীটি সম্পর্কে একটি খবর ছড়িয়ে পড়ে যে এটি একটি গুপ্তচর তিমি। বিশেষজ্ঞরা বলেছেন অতীতেও তিমির গুপ্তচর বৃত্তির ঘটনা রয়েছে।

যদিও মস্কো কখনই এই অভিযোগের জবাব দেয়নি। হাবালদিমির মৃতদেহটি সপ্তাহান্তে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে নরওয়ের মেরিন মাইন্ড নামক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান গত চার বছর যাবত তিমিটির গতিবিধির ওপর নজর রাখছিল। এখনও তিমিটির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছেন মেরিন মাইন্ডের প্রতিষ্ঠাতা সেবাস্তিয়ান।

বার্তা সংস্থা এএফপি-কে তিনি বলেছেন, তিমির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও বলেছেন, আমরা তার দেহ উদ্ধার করেছি এবং তা একটি ঠান্ডা স্থানে রেখেছি। পরে তিমিটির শরীরে বিভিন্ন পরিক্ষা-নিরীক্ষা চালানো হবে বলেও জানিয়েছেন সেবাস্তিয়ান। গিবেষকরা তিমিটির বয়স ধারণা করছেন ১৫ বছর।

তারা বলেছেন হাবালদিমির কোনো বৃদ্ধ তিমি ছিল না। এই প্রাণী সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ২০১৯ সালের এপ্রিলে প্রথম নরওয়েজিয়ান কোস্টগার্ডের কাছে গুপ্তচর বৃত্তিতে অভিযুক্ত এই তিমিটি শনাক্ত করা হয়। পরে নরওয়ের গোয়েন্দা সংস্থার একটি তদন্তকারী দল তিমিটির আচরণ নিয়ে গবেষণা করে জানিয়েছেন এই তিমিটি রাশিয়ার সেনাবাহিনীর দ্বারা প্রশিক্ষিত।  তিমিটি মানুষের সাথে মিশতে বেশ সাবলিল ছিল।

 






সম্পর্কিত সংবাদ

  • সীমান্তে উত্তেজনা : নয়া দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাল্টা তলব
  • প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব
  • টিউলিপকে বহিষ্কার করছে ব্রিটিশ সরকার!
  • ২০ জানুয়ারির আগেই যুদ্ধ সমাপ্তির আশা হামাসের
  • দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা
  • ওয়াশিংটন ডিসির ডুয়াফি’র সভাপতি ইসরাত সম্পাদক ডরথী
  • বিএসএফ’র হাতে আটক ১৪ বাংলাদেশী ভারতের কারাগারে
  • নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা