এবার ওটিটিতে আসছে ‘তুফান’
নিউজ ডেস্ক::গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। মুক্তির দিন থেকেই হাউজফুল ছিল ছবিটি। মাত্র ১৫ দিনেই আয় তুলে নেয় রায়হান রাফি পরিচালিত ‘তুফান’। শুধু দেশেই নয়, আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াতেও সাড়া ফেলেছে এ ছবি। এবার ‘তুফান’ আসছে ওটিটি প্ল্যাটফরমে।
দুই বাংলার দুই ওটিটি প্ল্যাটফরম চরকি ও হইচইতে চলতি মাসের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে সিনেমাটি। হইচই কর্তৃপক্ষ জানায়, ‘তুফান’ হইচইতে আসছে এই খবরে আমাদের দর্শক ও পার্টনারদের মধ্যে ব্যাপক এক্সসাইটমেন্ট এরইমধ্যে লক্ষ্য করছি। তুফান হইচইতে মুক্তি দেয়ার মধ্যদিয়ে আমরা বাংলাদেশের দর্শকদের দৃঢ় মূল্য প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি।
চরকি জানায়, ‘তুফান’ খুব শিগগিরই হইচইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। শুরু থেকেই এ ছবিটির সঙ্গে যুক্ত চরকি। এবার ‘তুফান’ মুক্তির প্রায় তিনি মাস পর দেশের এই ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। শাকিব খান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা রহমান, গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাচদেব প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
আসিফ ইকবাল সভাপতি ও জয় শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত
নিউজ ডেস্ক :: গীতিকবি সংঘ বাংলাদেশের ২০২৪-২৬ মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন আসিফবিস্তারিত…
আবারও প্রেমে পড়েছেন পরীমণি
নিউজ ডেস্ক :: আবারও প্রেমে পড়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুনবিস্তারিত…