খুলনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা
নিউজ ডেস্ক : খুলনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রথম হত্যা মামলা দায়ের হয়েছে। এছাড়া মামলায় ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বাদী হয়ে ফুলতলা থানায় এ মামলা দায়ের করেন। শেখ সাজ্জাদুজামান জিকো হত্যায় এ মামলা করা হয় ।
মামলায় উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বেলালউদ্দিন, কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম, কামাল হোসেন সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
এ মামলায় খুলনায় জামায়াত সমর্থিত ব্যবসায়ী হিসেবে পরিচিত হ্যামকো ব্যাটারি লিমিটেডের স্বত্বাধিকারী আজাদ আব্দুল্লাহ আল মাহমুদের নাম রয়েছে ৪৮ নম্বরে।
মামলার এজাহারে বাদী এস এম মনিরুল হাসান বাপ্পী উল্লেখ করেন, ২০২২ সালের ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যোগদানের লক্ষ্যে ফুলতলা উপজেলা বিএনপির ২ হাজার নেতাকর্মী ফুলতলা থেকে স্থলপথে রাস্তা দিয়ে রওনা দেন। এসময় শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা বাঁধা দিলে তারা বিকল্প পথে সমাবেশে পৌঁছায়।
এসময় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করলে নেতাকর্মীরা গুরুতর আহত হয়। পরে আহতরা ফুলতলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হলে সেখানে তাদের ওপর হামলা চালানো হয়। ভয়ে আহতদের অনেকে হাসপাতাল ত্যাগ করে।
এদের মধ্যে গুরুতর আহত শেখ সাজ্জাদুজামান জিকোকে চিকিৎসারত অবস্থায় ২৪ নভেম্বর পায়গ্রাম কসবার কাছারিহাটে ডিসপেনসারিতে ডাক্তার দেখিয়ে ওষুধ আনতে গেলে তাকে পুনরায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে।
সম্পর্কিত সংবাদ
নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিল সরকার
নিউজ ডেস্ক:: নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে ছয়জন অতিরিক্ত জেলা জজকে জেলাবিস্তারিত…
গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন, গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত
নিউজ ডেস্ক:: গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া গুমের ঘটনার তদন্তেবিস্তারিত…