সাতক্ষীরায় পপুলার লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা: ২৫ আগষ্ট সকাল ১০ টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সাতক্ষীরা জেলার বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে আলোচনা পেশ করেন কোম্পানির উর্দ্ধতন উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব নওশের আলী নাঈম। বিশেষ অথিতি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কামাল হোসেন মহাসিন, উপ- ব্যবস্থাপনা পরিচালক জনাব খলিলুর রহমান শিকদার, প্রকল্প পরিচালক জনাব সাইফুল ইসলাম রুবেলসহ কোম্পানির বিভাগীয় ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ।
প্রধান অথিতি তার আলোচনায় উল্লেখ করেন যে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও বিশাল কর্মী বাহিনী নিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। এই সাতক্ষীরাতেই প্রায় এক হাজার তরুন, যুবক যুবতী এই কোম্পানিতে কাজ করে তাদের সংসার নির্বাহ করে যাচ্ছে। কিন্তু কিছু কুচক্রী মহল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী ও কোম্পানির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও নানাবিধ অপপ্রচার চালিয়ে কোম্পানির কর্মী ও কর্মকর্তাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে অবৈধ ফায়দা নিতে চাচ্ছে। তিনি কোম্পানির কর্মী ও কর্মকর্তাদের বিভ্রান্ত না হয়ে নিজ দায়িত্ব সততার সাথে পালন করার আহবান জানান।
প্রধান অতিথি ছাত্র জনতার ২৪ এর সফল বিপ্লব ও অন্তর্বর্তীকালীন ড. মুহাম্মদ ইউনূস এর সরকারের সফলতা কামনা করেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, পপুলার লাইফের প্রতিটি কর্মী ও কর্মকর্তা দেশের আত্মসামাজিক উন্নয়নে সরকারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাবে।
জেলার বাছাইকৃত সকল উন্নয়ন কর্মকর্তাদের এ সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানির জেনারেল ম্যানেজার মোঃ আব্দুর রহমান।
সম্পর্কিত সংবাদ
ই-সিগারেট নিষিদ্ধ করেতে প্রধান উপদেষ্টাকে চিঠি
নিউজ ডেস্ক :: তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের মাধ্যমে আরও শক্তিশালী করে, ই-সিগারেটবিস্তারিত…
ভারত থেকে আমদানি চালের প্রথম চালান আসবে কাল
নিউজ ডেস্ক :: উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করতে যাওয়া ২৪ হাজার ৬৯০বিস্তারিত…