আকিব শিকদার
বউ বাইক কনফিউশন
মা বলেছে, “বাইক নিবি? নাকি বউ নিবি?”
আমি পড়ে গেলাম কনফিউশনে। কোনটা নেওয়া ভালো হবে! দুটোই আমাকে সমানভাবে টানতে থাকলো। ভাবলাম ফেসবুকে একটা পোস্ট দেই, অভিজ্ঞ বন্ধুদের পরামর্শ নেই।
পোস্ট দেওয়ার এক মিনিটের মাঝে শেখ সুজন ভাই কমেন্ট করলো, “বাইক নেন। বাইক দেখে মেয়েরা নিজে থেকেই আপনার কাছে আসতে চাইবে। প্রেম করতে চাইবে। আর তখন আপনার বউয়ের অভাব হবে না।”
ভাবলাম পরামর্শ মন্দ না। কিন্তু এরই মাঝে লাবিব হাসান ভাই লিখল, “বড়লোক শ্বশুর দেখে বিয়ে করেন। যৌতুক হিসেবে বাইক নেন। শুধু বাইক না, আরও অনেক কিছু পাবেন।”
যুক্তি মন্দ না! আমি আবার কনফিউশনে পড়ে গেলাম। আমার সহকর্মী ইমরান সাহেব লিখলেন, “আপনি কোনটা ভালো চালাতে পারবেন? কোনটা চালিয়ে মজা পাবেন? চিন্তা করে দেখুন।”
ইমরান সাহেবের কথা পছন্দ হয়েছে। আমি চোখ বন্ধ করে একবার বাইক চালানোর আর একবার বউ চালানোর কল্পনা করলাম। দুটোই তো চালিয়ে মজা! এখন!
বাল্যবন্ধু আসলাম বলল, “বউ নিলে খেলতে পারবি, বাইক নিলে চড়তে পারবি, এবার বল কোনটা ভালো?”
আসলামকে কী উত্তর দেওয়া যায় ভাবছিলাম। তখন অনন্যা আপা কমেন্ট করল, “দুটোতেই জীবনের ঝুঁকি আছে। দুটোই বিপদজনক। একটু এদিক ওদিক হলেই জীবন ছারখার। বাকিটা আপনার দক্ষতার উপর নির্ভর করবে।”
অনন্যা আপা মন্দ বলিনি। তার কথা শুনলে একটাও নিতে ইচ্ছে করবে না।
এরই মাঝে রাতুল ভাইয়ের বান্ধবী শাম্মি আপা লিখেছে, “বাইক নিলে তুমি চালাইবা, বউ নিলে তোমারে চালাইবো। ডিসিশন তোমার, কোনটা নিবা।”
শাম্মি আপার কমেন্টে একটা লাভ রিয়েক্ট দিলাম। ইমরান সাহেবের কমেন্টটাতে রিপ্লাই দিতে গিয়ে আমার আরেক সহকর্মী রায়হানুজ্জামান লিখেছেন, “বাইক বা বউ, যে কোনো একটা নিলে আরেকটা চালানোর মত শক্তি থাকবে না শরীরে।” রায়হানুজ্জামান এর কমেন্টের তীব্র দর্শন আছে। অবাক হওয়ার রিয়েক্ট দিলাম। এর মাঝে দেখি এই কমেন্টগুলোর মাঝে আমাদের আরেক সহকর্মী ফারুক সাহেব লিখেছেন, “দুটোই গরম হয় ভাই। যেটাই নেন, চালানোর সময় হেলমেট পরে নিয়েন।”
হা হা হা… কী অশ্লীল! ফারুক সাহেবের কমেন্ট পড়ে হাসির রিয়েক্ট দিলাম। এক ফাকে আমাদের জুনায়েদ ভাইয়ের বউ মানে পুষ্প ভাবী লিখেছেন, “বউ নিলে আর বাইক চালাতে ইচ্ছে করবে না। বউ বাইক চালাতে দিবেও না। বলবে বাইক চালাতে গিয়ে তোমার কিছু হয়ে গেলে…”
কোমলমতি মহিলা, তাই মহিলাদের মতো কথা বলেছে। কিন্তু আমি তো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না।
অচেনা এক ফেসবুক ইউজার লেখলো, “দুটোই সেইম। যত পুরাতন হয়, ততই আওয়াজ বাড়ে। তাই কোনটারই দরকার নাই।”
ওয়াও… ফেইসবুক ইউজার অচেনা হলেও তার পরামর্শটা কাছের শুভাকাঙ্ক্ষীদের মতো। তিনি সতর্ক সংকেত দিলেন মনে হলো। কিন্তু আমার কনফিউশন দূর হচ্ছে না।
এইমাত্র আরও একটি কমেন্ট পড়ল। কবি বিজন বণিক লিখেছেন, “আপনি সিদ্ধান্ত নেন, হঠাৎ মরতে চান, নাকি তিলে তিলে? বাইক নিলে হঠাৎ এক্সিডেন্টে মরবেন। আর বউ নিলে মরবেন তিলে তিলে।”
চরম দর্শন আছে না কমেন্টটাতে! কমেন্ট পড়ছি আর কনফিউশন বাড়ছে। কনফিউশন বাড়ছে আর নতুন পরামর্শের অপেক্ষায় আছি। কিছুতেই সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না, বাইক নাকি বউ, কোনটা নেবো আমি?
সম্পর্কিত সংবাদ
সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক :: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবিস্তারিত…
৪০ বছরের পথচলা শেষ, বন্ধ হচ্ছে এমটিভি
সংগীত ও তরুণ সংস্কৃতির প্রতীক হিসেবে থাকা আমেরিকাভিত্তিক টেলিভিশন চ্যানেল এমটিভি (মিউজিক টেলিভিশন) এর যাত্রাবিস্তারিত…


