আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগরের প্রশাসন আশা ব্রিকস-২ নামের একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনা স্থলে পৌছে ইটভাটায় তালা লাগিয়ে দেন।উচ্চ আদালতে একটি রিট আবেদনের প্রেক্ষিতে দ্বীর্ঘ দিন যাবত উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকায় ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল।জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে হওয়ায় নানাবিধ সমস্যার বিষয় অভিযান পরিচালনা করেন উল্লেখ করে স্থানীয়রা কয়েক বছর ধরে তা বন্ধের দাবী জানিয়ে আসছিলেন। এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত জানান,আশা ব্রিকস কর্তৃপক্ষ উচ্চ আদালতে রিট আবেদন করে ইটভাটা পরিচালনা করছিল। রিটের মেয়াদ শেষ হওয়ায় পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় বিজ্ঞ আদালাত তা বন্ধের নির্দেশ দেন।অপর দিকে সকাল ১০টায় উপজেলার গোডাউন মোড় এলাকায় কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।সরকারী জায়গা দখল করে স্থপনা তৈরৗ করে ব্যবসা প্রতিষ্ঠান করায় সহকারী কমিশনার (ভ‚মি) অভিযান পরিচালনা করেন।






সম্পর্কিত সংবাদ

  • পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
  • শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক
  • শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
  • অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা 
  • শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।
  • শ্যামনগরে ধর্ষকদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন।