শিশু পুত্রদ্বয় আরিয়ান ও মাহির আবরারের জানাজা ও দাফন সম্পন্ন

কালিগঞ্জ প্রতিনিধি:: মায়ের হাতের বিষ খেয়ে অকালে ঝরে পড়া দুই নিষ্পাপ শিশু আরিয়ান ও‌ মাহির আবরার এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে । ভালো বাসা ও অশ্রু বিসর্জন দিয়ে গতকাল ৩০ জানুয়ারী বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে আটটায় কালিকাপুর মহিউচছুননাহ হাফেজিয়া মাদ্রাসা মাঠে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন এ ,বি ,এম, মাওঃ আব্দুল মান্নান। জানাজা শেষে তাদের কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিষ প্রয়োগে শিশু দুই পুত্রের হত্যার ঘটনায় শোকে ভাসছে সারা দেশ। হৃদয়বিদারক এ ঘটনায় দেশের সামাজিক, সাংস্কৃতিক সহ সব অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ব্যথিত মনের অভিব্যক্তি অনেকেই প্রকাশ করছেন নেট দুনিয়ায়।পিতার পরকীয়ার কারণে প্রাণ বিসর্জন দিতে হলো ৫ বছর ও ৯মাসের দুই নিষ্পাপ শিশুর । দুই নিষ্পাপ শিশুর মৃত্যুর জন্য কে দায়ী প্রশ্ন এলাকাবাসীর। উল্লেখ্য গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে দুই নিষ্পাপ শিশুর পিতা কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের কারি আব্দুল আজিজ শেখের পুত্র জামিলা ফার্মেসীর স্বত্বাধিকারী মাহমুদুল হাসান এর পরকীয়ার কারণে তার গর্ভধারিনী মা দুই পুত্র কে বিষ প্রয়োগ করে হত্যার পরে মা নিজ তার জীবন বিসর্জন দেওয়ার জন্য বিষপান করে। পরে ‌ মুমূর্ষু অবস্থায় তাদের কে উদ্ধার করে শ্যামনগর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করে। বেশ কয়েক মাস পূর্বে দুই সন্তানের জনক জামিলা ফার্মেসির সত্বাধিকারী মাহমুদুল হাসান পার্শ্ববর্তী মোশারফ এর স্ত্রী সাবিনার সাথে অবৈধ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। স্বামীর পরকীয়ার যন্ত্রণা মেনে নিতে না গত ২৯ জানুয়ারি বুধবার তার বড় পুত্র আরিয়ান পার্শ্ববর্তী নূরানী মাদ্রাসা থেকে বাড়ি আসলে দুপুরের দিকে রত্না পারভীন তার ছেলের নামে পরিচালিত মাহির আবরার নামক ফেসবুক আইডিতে ‘এতো কিছু করার কি দরকার ছিল আপনার বউ বাচ্চা নিয়ে থাকতে পারেননি থাকেন আপনার ছাবিনার নিয়ে আমার সংসার করতে দিলেন না’ স্ট্যাটাস দেন। পরে তিনি বিষমিশ্রিত খাবার খাইয়ে দুই ছেলে আরিয়ান (৫) ও মাহির আবরার (২) কে হত্যা করে। এরপর তিনি আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা রত্না পারভীন ( ২৬ ) কে চিকিৎসার জন্য দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় । বর্তমানে মা সুস্থতার দিকে গেলেও দুই পুত্র সন্তান চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন । প্রশাসনের কাছে সচেতন মহলের দাবি আরিয়ান ও মাহির ও তার গর্ভধারিনী মা কি কারনে বিষ প্রয়োগ করে সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে আত্মহত্যার পথ বেছে নিলেন তার সুস্থ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • কালিগঞ্জে সাংবাদিক ফোরামের কমিটি গঠন
  • কালিগঞ্জে ট্রলির ধাক্বায় নিহত ১
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
  • নলতায় পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে প্রাণী হত্যা
  • নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সভা
  • নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সভা
  • নলতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা