সুন্দরবনে ২৭টি ফাঁদসহ জবাইকৃত হরিণ উদ্ধার

আহসান হাবীব সিয়াম :: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে জবাইকৃত অবস্থায় একটি সিংহল হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। সোমবার বিকালে মীরগাং টহল ফাঁড়ি সদস্যরা তাদের অফিসের প্রায় সাতশ গজ দূরবর্তী অংশ হতে হরিণটি উদ্ধার করেন। এসময় বনকর্মীদের উপস্থিতি বুঝতে পেরে চার সদস্যের শিকারী চক্রটি বনের মধ্যে পালিয়ে যায়।
উদ্ধারকৃত হরিণ আলামত হিসেবে বিজ্ঞ আদালতে পাঠানোর পাশাপাশি এঘটনায় মীরগাং টহল ফাঁড়ির ওসি গোলাম কিবরিয়া বাদি হয়ে মামলা করেছেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২৭টি ফাঁদ উদ্ধার করা হয়। সাতক্ষীরা রেঞ্জের বন সংরক্ষক ময়িুর রহমান জানান, নিয়মিত টহলকালে চুনকুড়ি টহল ফাঁড়ির সদস্যরা বনের মধ্য থেকে জবাইকৃত অবস্থায় একটি হরিণ উদ্ধার করেন।
শিকারী চক্রের সদস্যরা আগেভাগে পালিয়ে যাওয়ায় হরিণটি নিয়ে তারা সোমবার বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে সাতক্ষীরা আদালত চত্তরে মাটিতে পুঁতে ফেলে নষ্ট করেছে। সহকারী বনসংরক্ষক আরও জানান জবাইকৃত হরিণ উদ্ধার করে বনবিভাগের অফিসে নিয়ে আসার পর থেকে মীরগাং গ্রামের আনিছুর ও তার সহযোগীরা বনকর্মীদের হুমকি দিচ্ছে।
গত চারদিন আগে সুন্দরবনের মধ্য থেকে আরও প্রায় ৪০টি ফাঁদ উদ্ধারের পর একই চক্রের সদস্যরা স্থানীয় এক সিপিজি কর্মীকে মারধর করেছিল বলেও দাবি করেন তিনি। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান সুন্দরবনের মধ্যে জবাইকৃত হরিণ উদ্ধারের ঘটনায় চারজনকে আসামী করে মামলা দায়ের হবে।
বনকর্মীদের অভিযানকালে যেসব ব্যক্তিরা দৌড়ে পালিয়ে গিয়েছিল তাদেরকে আসামী করা হবে বলেও তিনি নিশ্চিত করেন। অভিযোগের বিষয়ে মীরগাং গ্রামের আনিছুর রহমান হরিণ শিকারের কথা অস্বীকার করে জানান তিনি সুন্দরবনে যাতায়াত করেন না। তবে ফাঁদ ও হরিণ উদ্ধারের পর বনকর্মীদের হুমকি দেয়াসহ সিপিজি সদস্যকে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে চুনকুড়ি গ্রামের আনিছুর রহমান, আব্দুর রহিম সরদার, সাহেব আলী মোড়ল ও আবিয়ার রহমান সুন্দরবনের হরিণ শিকারের সাথে জড়িত। গত কয়েক মাস ধরে ঐ চারজনের নেতৃত্বে চুনকুড়ি ও মীরগাং এলাকা সংলগ্ন সুন্দরবনে দেদারছে হরিণ শিকার হচ্ছে।
বনকর্মীদের অভিযানে সাম্প্রতিক সময়ে তাদের কিছু ফাঁদ আটকের পর থেকে চক্রের সদস্যরা বনকর্মী ও সিপিজি সদস্যদের উপর হামলার পরিকল্পনা করছে বলেও তাদের দাবি।
সম্পর্কিত সংবাদ

বিষ প্রয়োগ করে মাছ শিকার, মৎস্য ও পাখি শূন্য হচ্ছে সুন্দরবন
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :: সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছবিস্তারিত…

শ্যামনগরে সমাজসেবা কর্মকর্তার অপসারণের দাবি ছাত্র প্রতিনিধির
আহসান হাবীব সিয়াম :: আওয়ামী লীগ দলীয় সম্পৃক্ততা, অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ থাকায় সদ্যবিস্তারিত…