বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দুই দিন ব্যাপী ক্ষুদ্র ব্যবসায়ী প্রশিক্ষণ এবং চেক প্রদান 

 

 

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল  মানুষের জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থান উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিভারেল আর্টস বাংলাদেশ (ULAB)- এর যৌথ উদ্যোগে সুন্দরবনের উপর নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দশ জন উপকার ভোগীর মাঝে দুই দিন ব্যাপী ক্ষুদ্র ব্যবসায়ী প্রশিক্ষণ কর্মশালা শেষে চেক বিতরণ কর্মসূচি করা হয়েছে।

 

লিডার্সের প্রধান কার্যালয় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার জনাব এ বি এম জাকারিয়া, প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ শওকত হোসেন, হেড অব অ্যাকাউন্ট্যান্ট রায়হান কবির, টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস এবং টিম লিডার জনাব রেখা খাতুন।এছাড়াও লিডারসের অন্যান্য কর্মকর্তারা এই প্রশিক্ষণ কর্মশালা এবং চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল নারী জীবিকায়ন সংকট দূরীকরণ এর পাশাপাশি পারিবারিক সচ্ছলতা বৃদ্ধিতে অবদান রাখতে পারে। তিনি ভবিষ্যতে সুন্দরবনের উপর নির্ভরশীল অন্যান্য নারী দের মাঝে ও যেন একটি অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করতে পারে সেজন্য উপকার ভোগীদের পরিকল্পনা অনুযায়ী কাজ করার আহ্বান জানান।

 

লিডার্সের এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলের নারীর ক্ষমতায়ণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শেষে ১০ জন উপকার ভোগীর মাঝে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 






সম্পর্কিত সংবাদ

  • শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক
  • শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
  • আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ
  • অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা 
  • শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।
  • শ্যামনগরে ধর্ষকদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন।
  • কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে শ্যামনগরের রাজা প্রতাপাদিত্যের জাহাজঘাটা নৌদুর্গ
  • শ্যামনগর সরকারি মহসীন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান