চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৫ ভারতীয় আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এ সময় তাদের কাছ থেকে তিনটি গরু, দু’টি নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীর পাড় থেকে তাদের গ্রেপ্তার করে বিজিবি-৫৩। চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইন অতিক্রম করে পদ্মা নদী দিয়ে আটককৃত ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে।
পরে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় দু’টি যন্ত্রচালিত নৌকায় তারা অনুপ্রবেশ করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ভারতীয় গরু ও হাঁসুয়া উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।
সম্পর্কিত সংবাদ
কয়রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন উপলক্ষে দোয়াবিস্তারিত…
বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র কয়রা উপজেলা কমিটি অনুমোদন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র খুলনা জেলার কয়রা উপজেলা শাখা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সংগঠনেরবিস্তারিত…