শ্যামনগরে তরুণসমাজের মধ্যে দেখা যাচ্ছে অনলাইন জুয়ার আশক্তী

আহসান হাবীব সিয়াম  :: তরুণ সমাজ অনলাইন জুয়াতে আশক্ত হয়ে পড়েছে। উন্নত তথ্যপ্রযুক্তির কারণে আজ যোগাযোগসহ সব কিছুই হাতের মুঠোয় চলে এসছে, যার অপব্যবহার একই সঙ্গে আমাদের জীবনে সর্বনাশের গাঢ় ছায়াও ফেলেছে। সেই সর্বনাশা ছায়াটি হলো অনলাইন জুয়া।

অনলাইন জুয়া প্রতিনিয়ত হাজারো মানুষ নিঃস্ব হচ্ছে। বাংলাদেশে জুয়া নিষিদ্ধ হওয়া সত্তেও তরুণ প্রজন্ম এটি প্রতিনিয়ত খেলে যাচ্ছে ও জুয়া খেলার প্রচুর প্রবণতা দেখা যাচ্ছে। যে কেউ চাইলেই সহজেই সফটওয়্যার নামিয়ে ঘরে বসেই অ্যাকাউন্ট করে অনলাইনে জুয়া খেলতে পারেন। অনলাইন জুয়ায় আসক্ত বেশির ভাগই স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণ প্রজন্ম। অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে জুয়ার ফাঁদ পাতা হয়। অনলাইন জুয়া তরুণ প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়ার জন্য অসাধু এজেন্টরা কাজ করে। লোভ দেখায় এক দিনেই লাখপতি হওয়ার। এসব ফাঁদে পা দিচ্ছে উঠতি বয়সী তরুণ ও বেকার যুবকেরা। অনলাইন জুয়াতে ইনভেস্ট করার উদ্দেশ্যে পরিবার থেকে তরুণরা জোর করে টাকা নিচ্ছে। প্রথমে লাভবান হয়ে পরবর্তী সময়ে লোভে পড়ে একপর্যায়ে খোয়াচ্ছেন লাখ লাখ টাকা।

জুয়ার কারণে বাড়ছে পারিবারিক অশান্তি, মানসিক বিষণ্নতা, দাম্পত্য জীবনে কলহ। খেলার টাকা জোগাড় করতে এলাকায় মাদকসহ বাড়ছে অপরাধ। এই সর্বনাশা অনলাইন জুয়ার নেশার বিরুদ্ধে বিপন্ন পরিবার, সমাজ এমনকি রাষ্ট্র। অনলাইন জুয়া দিন দিন বেড়েই চলছে। অনলাইন জুয়ায় বছরে পাচার পাঁচ হাজার কোটি টাকার বেশি সম্পদ পাচার হচ্ছে। অনলাইন জুয়ার এই সামাজিক আগ্রাসন বন্ধ করা অপরিহার্য। এই জুয়া বন্ধ করতে না পারলে জাতি হিসেবে একটা ব্যাধিগ্রন্ত তরুণসমাজ ছাড়া এ দেশ কিছুই পাবে না।

বিপথগামী তরুণসমাজকে এই আগ্রাসন থেকে বের করে নিয়ে আসতে হবে। আদর্শ সমাজ ও বিবেকবান উদ্দীপ্ত তরুণদের নিয়ে জাতিকে উন্নত ও সোনার বাংলা গঠন করতে এই অনলাইন জুয়ার আগ্রাসন দেশ থেকে নিশ্চিহ্ন করা খুবই গুরুত্বপূর্ণ।






সম্পর্কিত সংবাদ

  • দীপ্তমান ছাত্রসমাজ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
  • শ্যামনগরের পথ শিশু তামিমকে সাতক্ষীরা শিশু পরিবারে হস্তান্তর
  • শ্যামনগর হাটে-বাজারে ভেজাল সারে সয়লাব উৎপাদন হচ্ছে ব্যহত, প্রতারিত হচ্ছে কৃষক।
  • সুন্দরবন উপকুলীয় বাঘবিধবা নারীদের গল্প
  • শ্যামনগরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
  • শ্যামনগরে কাশিমাড়ী সর: প্রাথ: বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন
  • শ্যামনগরের উপকূলীয় অঞ্চলে দেখা দিচ্ছে কৃষি জমির সংকট
  • লিডার্সের আয়োজনে সেবাদান কারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ