শ্যামনগরে প্রাইভেট কারের ধাক্কায় ২ স্কুল ছাত্র মারাত্বক জখম
আহসান হাবীব সিয়াম :: রবিবার বেলা ১১ টায় খানপুর মিশনের সামনে প্রাইভেট কারের ধাক্কায় ২ সাইকেল আরোহী শিশু স্কুলছাত্র মারাত্বক ভাবে জখম হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রতক্ষ্য দর্শীরা জানান, বেলা ১১ টার দিকে ২ সহদর স্কুল ছাত্র আব্দুল্লাহ তমিজি (১০), ও হাবিবুল্লাহ (১১) পিতা- ওলিউল্ল্যাহ তমিজি সাইকেল যোগে শ্যামনগর আসার পথে একটি প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা মারলে শিশু দুটি পড়ে যেয়ে মারাত্বক ভাবে জখম হয়।
জখমী ২ শিশুকে শ্যামনগর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসরা উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরের সাথে কথা বললে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি এখনও লিখিত কোন অভিযোগ পাইনি।
সম্পর্কিত সংবাদ
পুরোপুরি নিষিদ্ধ থাকালেও :শ্যামনগরের রাস্তায় দেখা মিলছে অবৈধ ডাম্পারের চলাচল,বাড়ছে দুর্ঘটনা
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন সড়ক-মহাসড়ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ইটভাটার মাটি,বিস্তারিত…
সুন্দরবনে বেড়েছে গরানগাছ, কাটার অনুমতি না থাকায়, সরকার বঞ্চিত হচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর :: সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের দিয়ে বয়ে যাওয়া নদীর দুই পাড়েবিস্তারিত…