পাকিস্তানি ব্যান্ড জুনুন আসছে বাংলাদেশে
পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন আসছে বাংলাদেশে। আগামী ২ মে তারিখ রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে কনসার্টের। সংবাদমাধ্যমকে আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‘ভয়েস অব জুনন’ শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ। তাদের পক্ষ থেকে জানানো হয়, অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশে আসছে পাকিস্তানের আলী আজমত, তার সঙ্গে ব্যান্ড জুনুন সদস্যদের পারর্ফম করার কথা রয়েছে।
এরইমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে কনসার্টের টিকিট। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন ধাপে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ছয় হাজার নয়শ নিরানব্বই, রেগুলার আর্লি বার্ড তিন হাজার নয়শ নিরানব্বই ও স্টুডেন্ট আর্লি বার্ড এক হাজার নয়শ নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে।
এর আগে একাধিক ব্যান্ড ও গায়ক বাংলাদেশে এসেছে। এরমধ্যে রয়েছেন আতিফ আসলাম। যিনি আর্মি স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন। এছাড়া গেল বছরের ১৫ নভেম্বর আসে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’।
সম্পর্কিত সংবাদ
সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক :: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবিস্তারিত…
৪০ বছরের পথচলা শেষ, বন্ধ হচ্ছে এমটিভি
সংগীত ও তরুণ সংস্কৃতির প্রতীক হিসেবে থাকা আমেরিকাভিত্তিক টেলিভিশন চ্যানেল এমটিভি (মিউজিক টেলিভিশন) এর যাত্রাবিস্তারিত…


