শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর :: শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসের পিয়ন কর্তৃক ১৭শ টাকার দাখিলার বিপরীতে নেয়া হয়েছে ২০ হাজার টাকা। এ ব্যাপারে সহকারী ভূমি কর্মকর্তা বরাবর ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত ২৭ জানুয়ারী আটুলিয়া ভূমি অফিসে দাখিলার জন্য গেলে ইউনিয়ন ভূমি অফিসার মোহাম্মাদ আলী বলেন, আমার অফিস কর্মচারী মুসফিক ও মিজানুরের সাথে কথা বলেন। ভুক্তোভোগী জমির মালিক আবুল হোসেন মোড়ল তাদের নিকট গেলে তারা ২০ হাজার টাকা দাবী করে। জমির মালিক বলেন, আমার খাজনা আসে ১৭শ টাকা কিন্তু এত টাকা নেবেন কেন, এ প্রশ্নের উত্তরে মুশফিক বলেন, এর কম নেওয়া যাবে না উপায়ান্তর না পেয়ে অবশেষে ২০ হাজার টাকা দেন জমির মালিক।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শ্যামনগর বরাবর লিখিত অভিযোগ হয়েছে।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা-শ্যামনগর সড়কের বেহাল দশা, ভোগান্তিতে জনসাধারণ
হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক দীর্ঘ এক যুগবিস্তারিত…
শ্যামনগরে বিকল্প উপায়ে জীবন ও জীবিকার মান উন্নয়নের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
পরিতোষ কুমার বৈদ্য::শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:: সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নেতৃত্বেবিস্তারিত…


