আওয়ামীলীগ সত্রাস হারুনকে নাশকতার অভিযোগে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

শ্যামনগর প্রতিনিধি ::সাতক্ষীরার শ্যামনগন হারুন গাজী (৩৪) আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি,জোর পূর্বক জমি দখল, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে।
৬ ই ডিসেম্বর শুক্রবার আনুমানিক ১২ টায় শ্যামনগর থানা পুলিশের একটি দল তকে থানায় নিয়ে গিয়েছেন বলে নিশ্চিত করেছেন থানার কর্তব্যরত অফিসার। তাকে নাশকতার করার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
শ্যামনগরের নুরনগর ইউনিয়নেন হরিপুর গ্রামের
হান্নান গাজীর ছেলে, হারুন গাজী(৩৩)।
এলাকায় একাধিক মানুষের হারুন গাজীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন গত সরকারের আমলে সে এমপি দোলনের ছেলের ক্ষমতা বলে বিএনপি করার অপরাধে একাধিক মিথ্যা ভুতুরে মামলা করেন নীর অপরাধ মানুষের নামে।এছাড়া তিনি সুবিধা অনুযায়ী কখনো শ্যামনগরের এমপির ছেলের বন্ধু বা কখনো সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতির এপিএস পরিচয়ে মানুষকে হয়রানি করতেন ব্যবহার করতেন সরকারি সকল সুবিধা।
এলাকাবাসী জানান হারুন গাজীর আপন চাচা হামিদ গাজীকে মামলার শিকার হতে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মানুষ বলেন হারুন এনআরবিসি ব্যাংক এর মতো সুনামধন্য একটি ব্যাংকে চাকরি করে যার অপকর্মের লিস্ট এত।
অপকর্মের জন্য গ্রামবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই বিষয়ে শ্যামনগর থানার ওসি বলেন,নাশকতার চেস্টা করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি। সে এখন থানায় আছে বলে নিশ্চিত করেন।
সম্পর্কিত সংবাদ

পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
পরিতোষ কুমার বৈদ্য::শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি::সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সালবিস্তারিত…

শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ মঙ্গলবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরের নকিপুরবিস্তারিত…