ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিউজ ডেস্ক :: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে কালিকাপুর এলাকায় একটি ক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনটি যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হয়। আহত হয় আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

ওসি আরও জানান, ট্রেনের ধাক্কায় নিহত সবার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া শেষ করবেন।






সম্পর্কিত সংবাদ

  • বিশ্ব মানবাধিকার দিবস গুমের শিকার সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন
  • কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণ হ্রাস এবং সুন্দরবনের পরিবেশগতভাবে উন্নত ও অভিজ্ঞতা বিনিময় সভা
  • শিক্ষক শেখসাদী ভূঁঞার মৃত্যুতে বাসদের শোক প্রকাশ
  • কয়রায় বিনা মূল্য চক্ষু শিবির ক্যাম্প
  • সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
  • পাইকগাছায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
  • কেশবপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
  • সিপিবি খুলনা মহানগর সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. বাবুল হাওলাদারের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন