বুধহাটায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণ হত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে বুধহাটা করিম সুপার মার্কেটে এ কর্মসূচি পালন করা হয়।ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সদস্যদের অংশ গ্রহনে অনুষ্ঠানের শুরুতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বুধহাটা মেইন সড়ক ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করিম সুপার মার্কেটে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বুধহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কবির আহমেদ ঢালী।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক রফিকুজ্জামান বকুল। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, সাবেক প্রচার সম্পাদক শওকত হোসেন, রফিকুল ইসলাম, কামরুল ইসলাম, সিনিঃ যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, যুবদল নেতা আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনির আনুলিয়ায় জামাতের কর্মী সম্মেলন
  • সাতক্ষীরার বুধহাটায় জামায়াতে ইসলামীর  মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে সেনাবাহিনীর সাথে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে প্রধান শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
  • আশাশুনিতে সেফটি ও নিউট্রিশন বিষয়ক মাল্টি ভাইসেনশনাল প্রশিক্ষণ
  • যৌথ বাহিনীর অভিযান: আশাশুনির সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
  • আশাশুনিতে অফ সিজন  তরমুজ চাষে সফলতা
  • আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ