সাতক্ষীরায় পেশাজীবী বিভাগের উদ্যোগে শিক্ষাশিবির অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা জেলা পেশাজীবী বিভাগের উদ্যোগে ১৫ই নভেম্বর শুক্রবার মুন্সিপাড়া কাজী শামসুর রহমান মিলনায়তনে এক পেশাজীবী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

পেশাজীবী শিক্ষা শিবিরে উদ্বোধনী বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পেশাজীবি বিভাগের বিভাগের৷ উপদেষ্টা নুরুল হুদা।

পবিত্র কুরআন থেকে হেদায়েতী বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পেশাজীবি বিভাগের উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও ইসলামী এডুকেশন সোসাইটির কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

পেশাজীবী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করে ইনস্টিটিশন অব ইন্জিনিয়ার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার শেখ আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন,”
একটা সমাজ পরিবর্তন করতে যেমন সংসদে রোল প্লে করতে পারে ঠিক তেমনি পেশাজীবিরা তারাও জাতীয় পেশাজীবি সংগঠনের মাধ্যমে ভৃমিকা রাখতে পারে।আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি।একটা রাষ্ট্রে পেশা জীবিকে চিহ্নিত করা হয়।একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য দক্ষ লোকের দরকার। রাষ্ট্রের সফলতা শুধু অভিজ্ঞতা হলে চলেনা দক্ষ হওয়ার প্রয়োজন।আমাদের সংগঠনের লক্ষ্য হলো দক্ষ জনশক্তি। এ দক্ষতা সৃষ্টিতে আমাদের অবস্থান সৃষ্টি করা ও যোগ্য ব্যক্তিকে যথাযথ জায়গায় নিয়ে যাওয়া। যেখানে যতটুকু প্রয়োজন যেমন সাংবাদিকদের প্রেসক্লাবে ও ডাক্তারদের তাদের ক্লাবে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে।জাতীয় উন্নয়নে আমাদের সকলকে দক্ষ মানুষ সৃষ্টি করে দাবি আদায় করতে হবে। সেই সাথে আমাদের সেক্টর ভিত্তিক লোক তৈরি করতে হবে।

একটি সরকার বা দেশ পরিচালনা করতে সকল পেশার লোক দরকার। আমাদের দেশে দক্ষ জনশক্তির অনেক অভাব। আমাদের নানা বিভাগের অধীনে জনশক্তিকে একত্রিত করে তাদের মান উন্নয়ন করতে হবে।এই পেশাজীবী বিভাগের ২ ধরনের কাজ সেটা এক হলো নৈতিক মান উন্নয়ন অপরটি পেশাগত মান উন্নয়ন। যদি আমরা এ দুটি উন্নয়ন যদি করতে না পারি তাহলে আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সব সেক্টরে যদি আমাদের জনশক্তি দিতে পারি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।আমদের প্রতিটি জায়গায় দক্ষ জনবল থাকলে আমরা জাতীয় পর্যায়ে পৌছাতে পারবো।সেক্টর ভিত্তিক আমাদের জনশক্তিদের নিয়ে সেমিনার আয়োজন করে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে”।

এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পেশাজীবী বিভাগের উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, প্রফেসর ওবায়দুল্লাহ,প্রভাষক ওমর ফারুক, গাজী সুজায়েত আলী,মাওলানা শাহাদাত হোসেন, এ্যাড. আজিজুল ইসলাম, মাওলানা উসমান গণি,মাওলানা আব্দুল মজিদ, সাংবাদিক, ডাক্তার, ব্যবসায়ী, ইন্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকারসহ অনেকে।






সম্পর্কিত সংবাদ

  • ঘোজাডাঙ্গা স্থলবন্দর অবরুদ্ধ থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
  • মানবাধিকার দিবসে সাতক্ষীরাতে জামায়াতের আলোচনা সভা
  • সাতক্ষীরায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’র উদ্বোধন
  • সাতক্ষীরায় শহীদ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা
  • সাতক্ষীরায় জামায়াতের ৭ উপজেলা আমীরগণের শপথ
  • সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস পালিত
  • সাতক্ষীরা কলেজে প্লাটিনাম জয়ন্তীর ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন
  • ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার বলাডাঙ্গা চ্যাম্পিয়ন