জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার সারাহ ডেরেক লো।
সোমবার সকাল সাড়ে ৯টায় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রমুখ।
সাক্ষাৎ শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে যাচ্ছে। দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু বিগত সরকারগুলো এসব কাজে ব্যর্থ হয়েছে। আগামি দিনে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে প্রত্যাশা করেন তিনি।
শিক্ষা, বাণিজ্য, বৈদেশিক কর্মসংস্থানসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিঙ্গাপুরের সঙ্গে কাজ করবে জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসা ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন হাইকমিশনার।
এর আগে গতকাল রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন সারাহ ডেরেক লো।
সম্পর্কিত সংবাদ
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ
নিউজ ডেস্ক :: আজ ১৯ জানুয়ারি স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক সাবেক রাষ্ট্রপতিবিস্তারিত…
ইনসাফ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক :: জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান জানিয়েছেন, ইনসাফ কায়েম না হওয়া পর্যন্তবিস্তারিত…