মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব : সালাউদ্দিন
নিউজ ডেস্ক :: জাতীয় দলের সঙ্গে কোচ সালাউদ্দিনের পথচলার শুরু সেই ২০০৬ সাল থেকে। ২০০৬-১০ পর্যন্ত ছিলেন সহকারী কোচ। ২০১০-১১ তে ছিলেন বিসিবি একাডেমির বিশেষজ্ঞ কোচ। মাঝে দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ফিরেছেন সিনিয়র সহকারী কোচ হিসেবে।আপাতত সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তিটা ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। তবে সব ঠিক থাকলে দীর্ঘ মেয়াদে চুক্তিতে যেতে পারে বিসিবি।
আমি যেন ১১০ পার্সেন্ট দিতে পারি এবং আমি আমার সেরাটা যেন দিতে পারি। আমি যেহেতু পেশাদার কোচ, আমি যেখানে কাজ করবো সেখানেই আমার পুরোটা দিতে হবে।’ ক্রিকেটভক্তদের ভালোবাসার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব বলে মনে করেন সালাউদ্দিন। ‘অনূভূতি তো অবশ্যই থাকবে। হয়তো বাসায় রোমাঞ্চটা একটু বেশি। মানুষ আমাকে ভালোবাসছে; আমি দেখলাম শেষ কিছুদিনে, সেটার প্রতিদান দেওয়াও নৈতিক দায়িত্ব হয়ে গেছে।
আর চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সময় যতটুকুই হোক, আমি যদি কারও জীবনে সামান্যতম প্রভাব রাখতে পারি, সেটাই মনে করি সার্থকতা। আমি হয়তো ড্রামাটিকালি অনেক চেঞ্জ করতে পারব না। কিন্তু আমার একটা কথা, একটা কিছুতে তাঁর জীবনে কিছু পরিবর্তন হয় তাহলে সেটা আমার অনেক বড় সার্থকতা হবে।’ এবার বিসিবির চাকরি নেওয়া প্রসঙ্গে বলেন, ‘সব কিছু তো আসলে বলা যাবে না। আমার মনে হয় এখন সঠিক সময়।
আমি হয়তো কোচিং আর বেশীদিন নাও করতে পারি। হয়তো আর পাঁচ-চার বছর করব। আমার মনে হয় এখনই সঠিক সময়। আমার দীর্ঘ কোচিং ক্যারিয়ারের শেষে আমি যদি আরও একটা জেনারেশনকে হেল্প করতে পারি, তাহলে সেটা আমার নিজের কাছেও ভালো লাগবে। কারণ আপনি শুধু জেনে গেলেন, কিন্তু কোন প্রদীপ জ্বালালেন না, সেটা তো ঠিক হবে না। এই কাজটা যদি ভালোভাবে করতে পারি, কিছুটা হেল্প হলেও আমি মনে করি ভালো হবে।’
এর আগে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রশ্নে অনাগ্রহ দেখিয়েছেন সালাউদ্দিন। এবার কেন সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন? এর কারণ জানতে চাইলে তিনি বললেন, ‘আমি সব সময় বলেছি, আমাকে একটু সময় দিতে হবে। আমি আসতে চাইনি, তা নয়। কারণ, আমি দু-তিনটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম। সেটা তো আমি একেবারে ফেলে আসতে পারব না। যেহেতু ফারুক ভাইয়ের সঙ্গে আমার অনেক আগে থেকে শুরু হয়েছে, তিন মাস আগে থেকে কথা চলছিল, এর মধ্যে আমি এগুলো সেটল করতে পেরেছি বলে আসতে পেরেছি।’
সূত্র :দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
কয়রায় জাতীয় গোল্ডক্প ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলায় কয়রা সদরবিস্তারিত…
বিপদে পড়া রংপুরকে টেনে তুললেন খুশদিল শাহ
নিউজ ডেস্ক :: হঠাৎ যেন আজ খেই হারিয়ে ফেলেছিল রংপুর। চেনা ছন্দের দেখা মেলেনি ইনিংসেরবিস্তারিত…