সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্তা, ঢাবির আইন বিভাগের শিক্ষার্থীদের প্রতিবাদ

নিউজ  ডেস্ক  ::  সুইজারল্যান্ডের জেনেভায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্থা করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া এঘটনায় জড়িতদের শাস্তির দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন আইন সমিতি।

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, সাবেক জেলা জজ শাজাহান সাজু, নূরে এরশাদ সিদ্দিকী, আরিফুর রহমান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সালমা সুলতানা, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গিয়েছে। তারা সামান্য সুযোগ পেলেই আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সুইজারল্যান্ডে ফ্যাসিস্টরা ছোটোখাটো নমুনা দেখিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সরকারের প্রতি আহ্বান যারা গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে প্রতিনিধিত্ব করছে, তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়। আর সুইজারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত।

কেন তারা আসিফ স্যারকে প্রটোকল ও নিরাপত্তা দেয়নি। তারা আরও বলেন, ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে যেভাবে হেনস্তা করা হয়েছে এটি অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণ্য কাজ। যদি সুইজারল্যান্ডের কোনো নাগরিকের সঙ্গে বাংলাদেশে এমন হতো আপনাদের প্রতিক্রিয়া কেমন হতো? এই ঘটনার জন্য সুইজারল্যান্ডে বাংলাদেশের দূতাবাসকে দায়ী করে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা।

সূত্র :কালবেলা


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন রাজীব কুমার বাছাড় 
  • কৃতি সম্মাননা পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান জাওয়াদ মুতাম্মিম
  • মেডিকেল কলেজ ভর্তি পরিক্ষায় উত্তির্ণ কাশিমাড়ীর কৃতি সন্তান ওয়াহিদুল্ল্যাহ
  • সাতক্ষীরার ঢাবি পড়ুয়াদের ‘ডুসাস’ এর নির্বাচন অনুষ্ঠিত
  • সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই  দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
  • নড়েরাবাদ চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাবাসীর গৌরব
  • আদালতের নিষেধাজ্ঞা ও মামলা থাকলেও চলমান সত্বেও স্থাপনা নির্মাণ অব্যাহত
  • সৈয়দপুরে নয়াবাজার সর: প্রাথ: বিদ্যালয়ে বছরের প্রথম দিনে নতুন বই বিতরণের উদ্বোধন