আমি এবার সত্যিই অভিনয় থেকে অবসর গ্রহণ করছি: সব্যসাচী

নিউজ  ডেস্ক  ::  অভিনয় ছেড়ে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন টালিগঞ্জের বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তবে এবার শারীরিক অসুস্থতায় নয়, অভিনয় করার মতো চরিত্র না থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন জনপ্রিয় এ অভিনেতা।

এখন কি সত্যিই অবসর নিতে চাইছেন? আনন্দবাজারের এমন প্রশ্নের জবাবে সব্যসাচী চক্রবর্তী বলেন, হ্যাঁ, এখন আমি অবসর গ্রহণ করতে চাইছি। কারণ, আমার এখন আর করার মতো কোনো চরিত্র নেই।ফেলুদার বাইরে অন্যান্য চরিত্রের প্রস্তাব আসে কি না, প্রশ্নে অভিনেতা বলেন, আমাকে বলা হয়, আপনি না থাকলে ছবিটা হবে না। কী চরিত্র জিজ্ঞাসা করতে বলা হলো, হিরোর বাবা।

দেখা যাবে, হয়তো এর আগের ছবিগুলোতেও একই চরিত্র এবং একই সংলাপ। আমার যুক্তি, নতুন কিছু না হলে আমি অভিনয় করব না। এদিন সব্যসাচী চক্রবর্তী জানান, গত দুই বছরে ছবি এবং সিরিজ মিলিয়ে অন্তত ২২টি হিন্দি কাজ ফিরিয়েছেন তিনি। এ বিষয়ে অভিনেতা বলেন, ‘ফোন এলে সোজা বলে দিই, আমি এখন কাজ করছি না। ইচ্ছা হলে আমি ফোন করে নেব। বাংলার তুলনায় বলিউডের বেশি কাজ ফিরিয়েছি। কাজ করব না মানে বাংলা, হিন্দি—কোথাও করব না।

 আপনি কী ধরনের চরিত্রে অভিনয় করতে চাইছেন? এই প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘আমার বাড়ির কাছে যে বস্তিগুলো রয়েছে, সেখানকার বাচ্চাদের কাছে এখনও আমি ‘দেবের বাবা’ হিসেবে পরিচিত। কারণ তারা পরিবারের সকলের সঙ্গে দেখার মতো বিনোদনমূলক ছবিগুলো দেখে। চরিত্র নিয়ে আমার কোনো বাছবিচার নেই। ভাল বা খারাপ যে কোনো ধরনের চরিত্রে অভিনয় করতে রাজি। আমি কমেডিও করতে পারি, আবার ফেলুদার মতো অন্য ধরনের কোনো চরিত্র হলেও আমি রাজি।
যেমন অনীকের (অনীক দত্ত) ‘মেঘনাদবধ রহস্য’ তো করেছি। কিন্তু, তার আগে চরিত্রটাকে মনের মতো হতে হবে। অসুস্থতার কারণে সম্প্রতি অভিনয় থেকে বিরতিতে ছিলেন সব্যসাচী চক্রবর্তী। স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী মিঠু চক্রবর্তীর ক্যানসারের অস্ত্রোপচারের পর অভিনেতার বুকেও পেসমেকার বসানো হয়েছে। বিশ্রাম শেষে আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি। এখন দেখার বিষয়, নতুন কোনো ছবিতে যুক্ত হন কি না, নাকি এখানেই শেষ হবে সব্যসাচী চক্রবর্তীর অধ্যায় ।  টালিউড সব্যসাচী চক্রবর্তী ।

সূত্র :যুগান্তর






সম্পর্কিত সংবাদ

  • নারী চরিত্রনির্ভর সিনেমা এখন আর চলে না: বিদ্যা
  • বলিউডের নতুন তারকাদের নিয়ে আক্ষেপ অক্ষয়-অজয়ের
  • সর্বকালের সেরা পাঁচ অ্যানিমেশন সিনেমা
  • এবারের ‘মিস ইউনিভার্স’ খেতাব পেলেন ভিক্টোরিয়া
  • ৪৫তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘প্রিয় মালতী’র প্রশংসায় ক্রিটিকসরা, মেহজাবীনে মুগ্ধ মিশরীয় অভিনেত্রী
  • দুর্ঘটনার শিকার হিনা খান
  • সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত
  • জনপ্রিয় পরিচালকের নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে অভিনেত্রী