ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  ভোগান্তির  আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে।এই ভোগান্তির যেন শেষ নেই। স্বাস্থ্যকমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা পাচ্ছে না ঠিকমত চিকিৎসা ও ঔষধ। ডাক্তারদের কাছ থেকে পেতে হচ্ছে দুর্ব্যবহার।ঔষধ নিতে আসা অনেক রোগীরা ও ঔষধ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন খালি হাতে।সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ডাক্তারদের চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও সময়মত ডিউটি করছে না কর্তব্যরত চিকিৎসকরা।
সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান টিকিট নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে মিলছে না ডাক্তারের দেখা। জিজ্ঞেসা করলেই বলে ডাক্তার কম আছে, ডাক্তার রাউন্ড দিচ্ছে।
বৃহস্পতিবার সকালে আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের মোঃ আলতা মাহাছুম ইসলাম মারপিটে রক্তাক্ত জখম প্রাপ্ত অবস্থায় ইমার্জেন্সিতে  আসলেও ডাক্তারের দেখা মেলেনি। পরবর্তীতে ডিউটিতে থাকা অন্য আরেকজন ডাক্তার ডেকে এনে চিকিৎসা সেবা দেওয়া হয়। এদিন সরোজমীনে যেয়ে দেখা যায় ডিউটিরত ডাক্তারের কক্ষ খালি। ডাক্তার না থাকার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা জানান আজকে দুই জন ডাক্তার পূজার ছুটিতে আছে।
প্রতিদিন ৬জন করে ডাক্তার ডিউটিতে থাকে।তার মধ্যে ইমার্জেন্সিতে দিনের দুই শিফটে ২ জন ও রাতে একজন ডাক্তার ডিউটিতে থাকে।বাকি তিনজন নিয়মানুযায়ী সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ওয়ার্ডে সহ বিভিন্ন বিভাগে ডিউটিতে থাকে।
রোগীরা ঔষধ না পাওয়ার বিষয়ে জানতে চাইলে জানান প্রতিমাসে ঔষধের স্টক অনুযায়ী প্রতি দিনের ঔষধ ভাগ করে স্টক থেকে ঔষধ নামানো হয়। আজকে ঔষধ যেটা পাবে না আগামীকাল সেই ঔষধ পাবে।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও আভ্যন্তরীন অভিবাসন শীর্ষক মিডিয়া এ্যাডভোকেসী সভা
  • বড়দল কলেজিয়েট স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা
  • আশাশুনিতে জামায়াতের  রুকন সম্মেলন অনুষ্ঠিত
  • কাপসন্ডা আট দলীয় ফুটবল  টুর্নামেন্টে চেউটিয়া চ্যাম্পিয়ন 
  • আশাশুনির যদুয়ারডাঙ্গা প্রাইমারী স্কুলের দুরাবস্থায় চরম দুর্গতিতে সংশ্লিষ্টরা
  • প্রতাপনগরে হৃদক্রিয়া বন্ধ হয়ে যুবকের ইন্তেকাল 
  • খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন