ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে।এই ভোগান্তির যেন শেষ নেই। স্বাস্থ্যকমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা পাচ্ছে না ঠিকমত চিকিৎসা ও ঔষধ। ডাক্তারদের কাছ থেকে পেতে হচ্ছে দুর্ব্যবহার।ঔষধ নিতে আসা অনেক রোগীরা ও ঔষধ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন খালি হাতে।সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ডাক্তারদের চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও সময়মত ডিউটি করছে না কর্তব্যরত চিকিৎসকরা।
সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান টিকিট নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে মিলছে না ডাক্তারের দেখা। জিজ্ঞেসা করলেই বলে ডাক্তার কম আছে, ডাক্তার রাউন্ড দিচ্ছে।
বৃহস্পতিবার সকালে আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের মোঃ আলতা মাহাছুম ইসলাম মারপিটে রক্তাক্ত জখম প্রাপ্ত অবস্থায় ইমার্জেন্সিতে আসলেও ডাক্তারের দেখা মেলেনি। পরবর্তীতে ডিউটিতে থাকা অন্য আরেকজন ডাক্তার ডেকে এনে চিকিৎসা সেবা দেওয়া হয়। এদিন সরোজমীনে যেয়ে দেখা যায় ডিউটিরত ডাক্তারের কক্ষ খালি। ডাক্তার না থাকার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা জানান আজকে দুই জন ডাক্তার পূজার ছুটিতে আছে।
প্রতিদিন ৬জন করে ডাক্তার ডিউটিতে থাকে।তার মধ্যে ইমার্জেন্সিতে দিনের দুই শিফটে ২ জন ও রাতে একজন ডাক্তার ডিউটিতে থাকে।বাকি তিনজন নিয়মানুযায়ী সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ওয়ার্ডে সহ বিভিন্ন বিভাগে ডিউটিতে থাকে।
রোগীরা ঔষধ না পাওয়ার বিষয়ে জানতে চাইলে জানান প্রতিমাসে ঔষধের স্টক অনুযায়ী প্রতি দিনের ঔষধ ভাগ করে স্টক থেকে ঔষধ নামানো হয়। আজকে ঔষধ যেটা পাবে না আগামীকাল সেই ঔষধ পাবে।
« আওয়ামী লীগ আমলে পাচার ২৮ লাখ কোটি টাকা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনি হাই স্কুলে প্রয়াত ও অবঃ শিক্ষকদের স্মরনে সভা ও দোয়ানুষ্ঠান »
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…
আশাশুনিতে ইউএনও’র সাথে উন্নয়ন সংস্থার উপকারভোগিদের সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে উন্নয়ন সংস্থার পিপিইপিপি-ইইউ প্রকল্পেরবিস্তারিত…