সাকিব আল হাসানের বাবাকে গ্রেপ্তার দাবি ছাত্রদল সম্পাদকের

নিউজ  ডেস্ক  ::  মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবাকে কেন হত্যা মামলায় আসামি করা হয়নি— এই প্রশ্ন তুলে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। আজ বুধবার বেলা ১১টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই প্রশ্ন করেন।

কিন্তু ওই ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলার একটিতেও সাকিব আল হাসানের বাবাকে আসামি করা হয়নি। এতে ছাত্রদল খুবই উদ্বেগ প্রকাশ করেছে। আমরা সাকিব আল হাসানের বাবাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি৷ এ সময় তিনি ছাত্রদলের সিনিয়র নেতা হত্যা এবং শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের কাজ দ্রুত সময়ে শেষ করতে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান৷

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পরিবারের সঙ্গে গতকাল তিনি দেখা করেন এবং আজ সকালে মেহেদী হাসানের কবর জিয়ারত করেন।

এরপর সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রলীগের মতো জোর করে মিছিলে নেওয়া, শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর, শিক্ষকদের ওপর নির্যাতনের ঘটনায় যুক্ত হবে না ছাত্রদল।

সূত্র :দেশ রূপান্তর


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ
  • ইনসাফ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির
  • আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া : ব্যক্তিগত চিকিৎসক
  • ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন
  • জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
  • ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ার দায়িত্ব সবার : মির্জা ফখরুল
  • সৈয়দপুরে বিআরইএল’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 
  • নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ দাবি করায় জামায়াতের প্রতিবাদ