কাদাকাটিতে শত্রুতা করে যাতায়াতের পথ বন্ধ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কাদাকাটিতে পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘ ৩০ বছরের যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে জানাগেছে, কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি গ্রামে তারাপদ সরকারের ছেলে গোবিন্দ সরকার, বিষ্ণুপদ সরকারের ছেলে জামিনী সরকার, একই এলাকার প্রবীর সরকার, কিংকর সরকার, নিরাপদ সরকার ও পংকজ সরকার জোকসাজস করে গত শুক্রবার সকাল ৮ টার দিকে গ্রামের  প্রায় ২০ টি পরিবারের যাতায়াতের পথ বন্দ করে দেয়। ফলে পরিবারের সদস্যরা এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ে্। আটকে পড়া মানুষগুলো যাতয়াতের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে।
এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার দীপের কাছে অভিযোগ করলে এ দিন বেলা ১২.৩০ টার দিকে চেয়ারম্যানের পক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পথ বন্ধের বিষয়টি নিয়ে বসাবসি করেন।
এসময় গোবিন্দ সরকার গংদের কাছে জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ তাদের উপর গোবিন্দ সরকার গং চড়াও হয় বলে জানান স্থানীয়রা। মানুষের দীর্ঘদিনের চলাচলের পথটি অবমুক্ত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেন আশু হস্তক্ষেপ কামনা করেছেন পূর্ব গ্রামের সর্বস্তরের মানুষ।





সম্পর্কিত সংবাদ

  • আনুলিয়ায় লবণাক্ত জমিতে প্রথমবার বোরো আবাদ হচ্ছে, বাম্পার ফলনের আশা
  • আশাশুনির নওয়াপাড়ায়  দুঃসাহসিক চুরি সংঘটিত
  • দরগাহপুরে বাড়ির লোককে অজ্ঞান করে লুটপাট
  • বুধহাটায় সার ও মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, জরিমানা ৩০ হাজার টাকা
  • আশাশুনিতে কর্মী সম্মেলন  সফল করতে সদর ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি সভা
  • বুধহাটায় সারের দোকানে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা
  • আশাশুনি সরকারি কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত
  • আশাশুনিতে জামায়াতের নায়েবে আমীরের আগমন সফল করতে প্রস্তুতি সভা