আশাশুনিতে পুলিশী অভিযানে ৩ আসামী গ্রেফতার
আশাশুনি প্রতিনিধি :: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানা ও নিয়মিত মামলার আসামীসহ ৩ আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে।:
আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ মোমরেজ আলী মোল্লা, এএসআই মোঃ হাসান, এএসআই মোঃ শফিকুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় সিআর-১৪৫/১৭ (আশাঃ), এস/সি-৭৪০/১৮ (৬ন মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত) এর আসামী গাজীপুর আলিয়া মাদ্রাসার বাংলা প্রভাষক মোসলেম উদ্দীন, নিয়মিত মামলা ৩(১০)২৪ এর সন্দিগ্ধ আসামী বুধহাটা গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে এজদানকে গ্রেফতার করেছেন।
অপরদিকে এসআই মোঃ সাখাওয়াত হোসেন, এএসআই মোঃ আনিসুর রহমানের সহায়তায় ৯ টি ছোট-বড় গাঁজা গাছ সহ হিজলিয়া গ্রামের মৃত আবদার আলী গাজীর ছেলে সহিদুল ইসলামকে তার বাড়ী হতে গ্রেফতার করেন। এব্যাপারে থানায় মাদক আইনে ১৪(১০)২৪ নং মামলা রুজু করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
আশাশুনি হাই স্কুলে প্রয়াত ও অবঃ শিক্ষকদের স্মরনে সভা ও দোয়ানুষ্ঠান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত ও অবসর প্রাপ্তবিস্তারিত…
ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে।এই ভোগান্তির যেন শেষবিস্তারিত…