শপথ নিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন
নিউজ ডেস্ক :: শপথ নিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের শপথ সম্পন্ন হয়েছে। রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্বাচিত সিটি আমিরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য আয়োজিত রুকন সম্মেলনে আমিরে জামায়াতের পক্ষ থেকে নব নির্বাচিত সিটি আমিরের শপথ পড়ান সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদের সদস্যরা। শপথ শেষে অতিথিরা ও নব নির্বাচিত আমির রুকনদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আল্লাহর রহমত কামনায় মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মুজিবুর রহমান।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রুকন সম্মেলনে ১০ হাজার ভোটার ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির নির্বাচনের ভোট প্রদান করেন। গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান রুকনদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত আমিরের নাম ঘোষণা করেন।
সূত্র :কালবেলা নিউজ
সম্পর্কিত সংবাদ
মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে ফখরুলের থাপ্পড়
নিউজ ডেস্ক :: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়া ডা. শাহাদাত হোসেনকে নিয়ে দলেরবিস্তারিত…
শোকাবহ জেল হত্যা দিবস আজ
নিউজ ডেস্ক :: আজ শোকাবহ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতমবিস্তারিত…