সাতক্ষীরায় জামায়াতের ইউথ লিডারশিপ প্রোগ্রাম-২০২৪ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শাখারা উদ্যোগে যুব দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপি ইউথ লিডারশিপ প্রোগ্রাম-২০২৪ এর ব্যানারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজরিশে শূরার সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জমায়াতের নব নির্বাচিত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীর সম্ভাব্য নেতৃত্ব যুবকদের হাতে। আপনারা এগিয়ে আসলে সাংগঠন এগিয়ে যাবে দূর্বার গতীতে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের ভিত্তি এই যুবক ছাত্ররাই রচিত করেছে। জাতি আপনাদের অবদান চিরকাল স্মরন রাখবে।

উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা মহানগরী জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশসালা পরিকল্পনা গ্রহন করেছে। বিশেষ করে যুবকদের নিয়ে আলাদা পরিকল্পনা গ্রহন করেছে। তিনি পরিকল্পনা বাস্তবায়নে এবং আগামী নির্বাচনে যুবকদেরকে অগ্রনী ভুমিকা পালন করার আহ্বান জানান। প্রতিটি ভোট কেন্দ্রে যুবকদের শক্তিশালী ভুমিকায় থাকবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল তথা খুলনা বিভাগে জামায়াতে ইসলামীর যে শাক্তিশালী অবস্থান ছিলো তা ধরে রাখার জন্য যুবকদেরকে সংগবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
এসময় তিনি দ্বীন প্রতিষ্টার ব্যাপারে কুরআনের উদ্ধৃতি উল্লেখ করে বলেন, “তোমরা আল্লাহর রশ্মিকে দৃঢ়ভাবে আকড়ে ধরো” এজন্য যুবকদেরকে সংগবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে প্রচেষ্টা চালাতে হবে। তিনি যুবকদেরকে বিভিন্ন সামাজিক কাজ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান, বৃক্ষরোপণ, অন্যায় ও অশ্লীল কাজ হতে যুবকদের বিরত রাখার জন্য চিন্তার পরিশুদ্ধি ঘটানোসহ ইত্যাদি কাজকে প্রধান্য দেওয়ার আহ্বান জানান। তিনি নতুন নতুন যুবকদেরকে দ্বীনের ভিতরে শামিল করার জন্য চেষ্টা ও অর্থ ব্যয় করার পাশাপাশি দোআ কবুলের সময় বিশেষ করে তাহাজ্জুত নামাযে আল্লাহর কাছে সাহায্য কামনা করার কথা বলেন।

এছাড়াও বক্তব্য রাখেন খুলনা অঞ্চল সহকারী মাষ্টার শফিকুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারী মাও. আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওবাইদুল্লাহ, অধ্যাপক গাজী সুজাআত আলী, জেলা অফিস সম্পাদক মাও. রুহুল আমীন, কর্মপরিষদ সদস্য জনাব জামশেদ আলম, অধ্যাপক আব্দুল ওয়ারেস, উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর মোঃ জাহিদুল ইসলাম, সেক্রেটারী খোরশেদ আলম, কলারোয়া উপজেলা সেক্রেটারী মাও. শহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব রোকনুজ্জামান, দেবহাটা উপজেলার সেক্রেটারী হাফেজ এমদাদ হোসেনসহ উপজেলা সমূহের যুববিভাগীয় দায়িত্বশীলবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের ইফতার মাহফিল ও সুবর্ণ জয়ন্তীর রেজিস্ট্রেশন
  • সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র উদ্যোগে ইফতার মাহফিল
  • বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনন এর প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
  • নলতায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টার  মূল আসামিসহ দু’জন গ্রেফতার
  • কালিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন
  • যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান 
  • আশাশুনিতে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র উদ্যোগে দেবহাটায়  ইফতার ইফতার সামগ্রী বিতরণ