সংকট নিরসনে করণীয় শীর্ষক ২দিন ব্যাপী কর্মশালার শুভ উদ্ভোধন

খুলনা প্রতিনিধি :: বৃহস্পতিবপর ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স আয়োজিত ‘উপকূলীয় সংকট নিরসনে করণীয় বিষয়ক কর্মশালার’শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়। খুলনা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, পরিবেশবিদ, উন্নয়নসংস্থা এবং সুশীলস মাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এ কর্মশালা উপকূলের সমস্যা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করবে। কর্মশালাটি আয়োজিত হয়েছে উপকূলবর্তী মানুষের জীবন যাত্রা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্য।

খুলনা সিএসএস আভা সেন্টারে আয়োজিত এ কর্মশালায় সাংবাদিক জনাব গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব আবুসায়েদ মোঃমনজুর আলম। এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক জনাব মাহফুজুরর হমান মুকুল, কালেরকন্ঠের সিনিয়র সাংবাদিক জনাব নিখিল চন্দ্র ভদ্র, উত্তরণের টেকনিক্যাল অফিসার জনাব শেখ সেলিম আক্তার স্বপন, কুয়েটের সহযোগী অধ্যাপক জনাব আনজুমতাসনুভা, আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব ডঃতুষার কান্তি রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোল্যাশফিকুর রহমান , রূপান্তরের তথ্য অফিসার জনাব শেখআব্দুল হালিমপ্ রমুখ।

এ সময় যশোর থেকে প্রতিনিধিত্ব করেন ভবদহ পানিনিষ্কাশন কমিটির আইন বিষয়ক সদস্য জনাব অনিল বিশ্বাস, ভুক্তভুগী শিলারানী মল্লিক, মোংলা থেকে পশুররিভারওয়াটারকিপারের মো. নূরআলম শেখ, নদীকর্মী হাছিব সরদার, শ্যামনগর থেকে জনাব রণজিৎ কুমারবর্মন, জনাব মানবেন্দ্র দেবনাথ, সাতক্ষীরা থেকে অধ্যক্ষ আশেক-ই-ইলাহী সহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শুধু ড্রেজিংকরে নয়, নদী বাঁচাতে হলে অবশ্যই টিআর এম প্রক্রিয়া চলমান রাখতে হবে। বিশেষ করে নদীর পলি এবং বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের পরিকল্পনা গ্রহন করতে হবে। এসময় তিনি আরো বলেন, নদীর মাধ্যমে উপকূল বাঁচানো না গেলে উপকূলের সাথে সংযুক্ত জেলা, বিভাগীয় শহর গুলোতে ও নানা ভোগান্তি পোহাতেহবে। তাই নদী রক্ষা ও উপকূলীয় বোর্ড গঠন করা খুবই জরুরি।
উক্ত কর্মশালায় উপকূলীয় জনগণের জীবন মানউন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্ব নিয়েও এ কর্মশালায় আলোকপাত করা হবে।

কর্মশালার শেষ দিনে একটি প্রস্তাবনা ও কার্যকর পরিকল্পনা উপস্থাপন করা হবে, যা ভবিষ্যতে উপকূলীয় অঞ্চলের স্থায়ী সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে।






সম্পর্কিত সংবাদ

  • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া মাহফিল
  • কয়রায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের  মাঝে হাঁস-মুরগীর খাদ্য বিতরণ
  • কেশবপুরে শেকড়ের সন্ধানের সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  • কয়রায় সদর ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ
  • সৈয়দপুরে তারুণ্যের উৎসবের সমাপনী  বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • সৈয়দপুরে ছয় শতাধিক শীতার্তকে  শীতবস্ত্র উপহার দিল কর্ণফুলী ইন্সুরেন্স
  • কয়রায়  পুলিশের বিশেষ অভিযানে  ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 
  • রংপুরে বিএনসিসি’র এক্স ক্যাডেটস্ মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত