ঝাউডাঙ্গায় জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক-২০২৪ অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ফুড গার্ডেন রেস্টুরেন্ট মিলনায়তনে ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের সকল ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইউনিট সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী প্রভাষক আশরাফুল আলম বুলু।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ভার্চুয়াল বক্তব্য পেশ করেন, ঢাকা মাহনগর দক্ষিনের কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুর রহমান এবং ন্যাশনাল এসিস্টেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর (মুনা) USA (কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাক বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আনিছুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা নূরুল বাসারের পরিচালনায় অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন, মাওলানা আব্দুল কুদ্দুস। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মহিদুল ইসলাম, মোঃ মুর্শিদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন “প্রত্যেক দায়িত্বশীলকে নিজেদেরকে যোগ্যতার বিকাশ সাধন করে মানসম্পন্ন দায়িত্ব পালন নিশ্চিত করার মধ্য দিয়ে দুনিয়ার পরিবর্তন সাধন করার যোগ্যতা অর্জন করতে হবে। একইসাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের যাবতীয় কর্মতৎপরতা ও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। চট্টগ্রাম মহানগরীর প্রত্যেক এলাকায় ইউনিট প্রতিষ্ঠা করতে হবে। মানব সেবার কাজ তৃণমূলে ছড়িয়ে দিতে হবে।”
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশনা করেন তারুণ্য শিল্পী গোষ্ঠী, ঝাউডাঙ্গার শিল্পীবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গায় ইউনিয়ন বিএনপির বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
এস.এস আব্দুল্লাহ :: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝাউডাঙ্গায় বর্ণাঢ্য র্যালিবিস্তারিত…
সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন
মাহফিজুল ইসলাম আককাজ :: সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবারবিস্তারিত…