কলারোয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
 
			Your message has been sent
 এম এ আজিজ ::  বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে রবিবার শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায়  (দোলনায়) চড়ে মর্ত্যালোকে আসেন,অন্যদিকে স্বর্গে বিদায় নেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। রবিবার  রাত থেকে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। কিছু কিছু প্রতিমা রবিবার শুরুতে গভীর রাতে এবং কিছু প্রতিমা সন্ধ্যার পরে  বিসর্জন দেয়া হয়।
সারাদেশের ন্যায় কলারোয়া উপজেলার ৩৯টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোবৃহৎ দূর্গোৎসব। পূজামণ্ডপে ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
মণ্ডপগুলোতে সকাল থেকে মানুষের উপস্থিতি ছিল অন্যান্য বারের তুলনায় খুবই কম। কলারোয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কলারোয়া পূজা উদযাপন কমিটির আয়োজকবৃন্দ । উৎসবকে ঘিরে মানুষের মাঝে হিন্দু ধর্মালম্বীদের মাঝে  আনন্দ বিরাজ করছে। দেবী মায়ের কাছে প্রার্থনা,দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সুখ ও সমৃদ্ধি কামনা করে।
বিজয়ার দিনে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অন্যরকম আবেগঘনও এক অনুভূতির সৃষ্টি হয়েছে। দশমী মানেই দুর্গা মায়ের ফিরে যাওয়া। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর। সনাতনী শাস্ত্র অনুযায়ী এবার দেবীদুর্গা জগতের মঙ্গল কামনায় (দোলনায়) চড়ে মর্ত্যলোকে (পৃথিবীতে)এসেছেন অন্যদিকে স্বর্গে বিদায় নেন নৌকায়। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। এমনটা মনে করেন হিন্দুধর্মের অনুসারীরা।
            « সাতক্ষীরার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ২ বাংলাদেশী নাগরিক আটক (পূর্ববর্তী সংবাদ)
			(পরবর্তী সংবাদ) জাতীয় দল থেকে বাদ পড়লেন বাবর আজম »
সম্পর্কিত সংবাদ
 
	শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় খালাসের রায়ে কলারোয়ায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
কামরুল হাসান।। শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় সাজাপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন।বিস্তারিত…
 
	কলারোয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ
কামরুল হাসান।। কলারোয়ায় একটি মাদ্রাসাসহ ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান করা হয়েছে। মঙ্গলবার(১৪ অক্টোবর) উপজেলা পরিষদবিস্তারিত…


