কলারোয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কামরুল হাসান।। কলারোয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ -এই প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি ছাড়াও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহীঅফিসার মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস দাস, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, পিআইও অফিসের রফিকুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সানবিম করিম সিয়াম, মোহাম্মদ আলম প্রমুখ। দিবসটি উপলক্ষে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক দর্শনীয় মহড়া প্রদর্শন করে।
############
কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে কসমস ফুটবল একাদশ সেমিফাইনালে উন্নীত
কামরুল হাসান।। কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে কসমস ফুটবল একাদশ সেমিফাইনালে উন্নীত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত কলারোয়া পাবলিক ইনস্টিটিউট (কপাই) আয়োজিত এই টু্র্নামেন্টের প্রথম পর্বের ৪র্থ ও শেষ খেলায় পরস্পরের মুখোমুখি হয় খুলনা এসবি একাডেমি ও কসমস ফুটবল একাদশ, কালিগঞ্জ। বিপুল দর্শক সমাগমে প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয় শ্যামনগর ফুটবল একাদশ। খেলার দ্বিতীয়ার্ধ্বে শেষ বাঁশি বাজার মিনিটখানেক আগে কসমস ফুটবল একাদশের ১০ নং জার্সিধারী সাইদুল জয়সূচক একমাত্র গোলটি করেন। কর্নার কিক গোলপোস্ট বরাবর এলে দর্শনীয় হেড দিয়ে গোলটি করেন সাইদুল। খেলার সেরা খেলোয়াড় বিবেচিত হন কসমস ফুটবল একাদশের তুহিন। খেলাটি পরিচালনা করেন রেফারি মিয়া ফারুক হোসেন স্বপন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব তাহের মোল্লা জানান, আগামী ১৯ অক্টোবর, রোববার টু্র্নামেন্টের প্রথম সেমিফাইনালে কসমস ফুটবল একাদশ, কালিগঞ্জ ও ধুলিহর সুপারস্টার যুব সংঘ পরস্পরের মুখোমুখি হবে।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণে সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। কলারোয়া পৌরসভার ৯নং মির্জাপুর ওয়ার্ডে গণসংযোগ করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সদ্য ঘোষিতবিস্তারিত…
কলারোয়ায় সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের কর্মশালা
কামরুল হাসান।। কলারোয়ায় সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিতবিস্তারিত…


