জেনে নিন ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের ম্যাচের দিনক্ষণ
নিউজ ডেস্ক :: ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে আবারও মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব এবং ইউরোপের নেশনস লিগের ম্যাচগুলোতে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, ফ্রান্সের মতো দলগুলো। তবে সবকিছু ছাপিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচগুলো।
পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল ফুটবলের অবস্থা এখন করুণ। সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তারা প্যারাগুয়ের কাছেও হেরেছে! ৮ ম্যাচে ৪ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পাঁচ নম্বরে! তার ওপর চোটের কারণে ছিটকে গেছেন এক নম্বর গোলকিপার অ্যালিসন বেকার এবং তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
ব্রাজিলের গণমাধ্যমের দাবি, দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের বিচারে এটাই ব্রাজিলের সবচেয়ে বাজে দল। এমন বাজে পরিস্থিতির মাঝে ছন্দে ফেরার মিশনে আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৬টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৬ অক্টোবর বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় ব্রাজিলের প্রতিপক্ষ পেরু।
পাশাপাশি আরেকটি সুখবর হলো, লিওনেল মেসি চোট কাটিয়ে দলে ফিরেছেন। এই সুপারস্টারকে নিয়েই আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৬ অক্টোবর তাদের প্রতিপক্ষ বলিভিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
সম্পর্কিত সংবাদ
হোয়াইটওয়াশ হওয়ার পর দুঃসংবাদ পেল ভারত
নিউজ ডেস্ক :: এক মাস আগেও ছবিটা অন্য রকম ছিল। মাঠের ক্রিকেটে দোর্দণ্ড প্রতাপে যেনবিস্তারিত…
১৮ রানের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
হংকং সুপার সিক্সার্সে আলোকস্বল্পতায় পণ্ড হওয়া ম্যাচের পর শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রথমবিস্তারিত…