‘সাকিব বিপিএল খেলবেন কিনা নির্ভর করছে দক্ষিণ আফ্রিকা সিরিজের ওপর’
নিউজ ডেস্ক :: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নিজের শেষ ম্যাচ খেলতে চান সাকিব আল হাসান। তবে তিনি খেলতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকা সিরিজের সঙ্গে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) তার খেলা এখন অনিশ্চিত। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম বললেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেললেই সাকিবের বিপিএল খেলার রাস্তা তৈরি হবে।
সাকিব গত আসরে বিপিএলের দল রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেন। এবারও একই দলের হয়ে খেলার কথা তার। গতকাল মিরপুরে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে জরুরি সভা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। সভা শেষ করে বের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন শাহনিয়ান তামিম।
সেখানে সাকিবের বিপিএল খেলার ব্যাপারে জানতে চাওয়া হয় শাহনিয়ানের কাছে। উত্তরে তিনি বলেন সাকিবের বিপিএলে খেলার বিষয় তার হাতে নেই। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের ওপরই নির্ভর করছে বলেও জানান শাহনিয়ান।তিনি বলেন, ‘সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড়, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তবে বিপিএলে খেলবে কি খেলবে না সেটা তো আমার হাতে নেই।
এটা নির্ভর করবে সে সাউথ আফ্রিকা সিরিজে খেলছে কি খেলছে না। সাউথ আফ্রিকা সিরিজ খেলতে আসলে তাহলে হয়তো একটা রাস্তা বের হবে। আমরা বুঝতে পারবো, পরিষ্কার ধারণা পাবো যে সাউথ আফ্রিকা সিরিজে আসতে পেরেছে তাহলে পরে আসার সুযোগ থাকলেও থাকতে পারে। এখন পুরোটাই সাকিবের ওপর নির্ভর করছে, আমরা তো চাইছি রাখতে।
কিন্তু পুরোটাই সাকিবের ওপর নির্ভর করবে।সাকিব আল হাসানকে সবসময়ের জন্যই সম্পদ উল্লেখ করে শাহনিয়ান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবে চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন এটা আমার আইডিয়া নাই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুত দেখতে চাই, এটা সম্ভব না।
ক্রিকেটের ম্যানেজম্যান্ট বলেন, ফ্যান বলেন আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না, সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব আল হাসান সবসময় সম্পদ।’এদিকে সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সাকিবকে শেষ টেস্টে সবরকম নিরাপত্তা দেওয়া হবে।
তিনি ব্যক্তিগতভাবে চান, মিরপুরেই সাকিব শেষ টেস্ট খেলার সুযোগ পাক। আসিফ বলেন, ‘সাকিব আল হাসান এমন একজন খেলোয়াড়, দেশের জন্য যার অনেক অবদান আছে। তিনি দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে চান। আমিও ব্যক্তিগতভাবে চাই সে সুযোগটা তিনি পাক।’
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেটে ব্রজবাকসা সালিফ-রামিনা একাডেমি সেমিফাইনালে উন্নীত
কামরুল হাসান ::কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলায় জয়লাভ করে ব্রজবাকসা সালিফ-রামিনা ক্রিকেটবিস্তারিত…
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম
আগামী মাসে পাকিস্তান ও দু্বাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই আসরে তামিমকে বাংলাদেশ পাবে বলেবিস্তারিত…