বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করায় শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বেনাপোল প্রতিনিধি : ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও অবমাননা করায় যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জুম্মা নামাজের পরে শার্শা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন বাজারে এই কর্মসূচী পালন করেন।
এ সময় বক্তারা বলেন, ভারতের বিজেপি দলসহ ভারতীয়রা বার বার বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে এবং কুরআনকে অবমাননাা ও কটুক্তি করে আসছে। আমরা হুঁশিয়াড় করে দিতে চাই, ভারতের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। ভারতের স্বাধীনতা দিয়েছে মুসলমানরা। সেই ভারতে বসে ভারতীয়রা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। আমরা তোমাদের প্রতিবেশী বাংলাদেশ, তোমরা ভুলে যেও না। বাংলাদেশের মুসলমানের সুক্ষ ইমান যদি কখনো জেগে ওঠে, তাহলে আবারো আমরা ইতিহাস মনে করিয়ে দিব। আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) ও কুরআনকে নিয়ে অবমাননা ও কটুক্তি করলে আমরা চুপ থাকবো না।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও নাভারন কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুস সামাদ কাসেমী, মুফতি মাওলানা নুর মোহাম্মাদ জিহাদী, নাভারন হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মাদ আব্দুল্লাহ ও মাওলানা এসএম আবু তৈয়ব প্রমূখ।
সম্পর্কিত সংবাদ
শ্যামা পূজা উপলক্ষে ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা পরিক্রমা
নিউজ ডেস্ক :: শ্যামা পূজা উপলক্ষে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ জেলার ৯টি উপজেলা ওবিস্তারিত…
পাইকগাছায় ৫৩ তম জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় ৫৩ তম জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভাবিস্তারিত…